ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় হকারদের দৌরাত্ম্য

0
139

শ্যামল রায়,নবদ্বীপঃ

ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় কাটোয়া থেকে শুরু করে কালনা পর্যন্ত প্রতিটি রেলস্টেশন থেকে প্রচুর পরিমাণে কাঁচামাল যাত্রী বগিতে তোলার কারণে চরম সমস্যার মধ্যে পড়েছেন ট্রেনের যাত্রীরা।ছুটির দিন বাদে অন্য দিনগুলিতে ট্রেনের বগিতে চরম ভিড় হয় যাত্রীদের তাই পা রাখার জায়গা থাকে না বগিতে।তার উপর সকাল থেকেই শুরু হয় ট্রেনের যাত্রী কামরায় প্রচুর পরিমাণে কাঁচা মাল তোলা,ফলে জায়গা অনেকটাই দখল করে নেয় বলে যাত্রীদের অভিযোগ।অথচ ট্রেনের সুরক্ষা দায়িত্বে যারা রয়েছেন আর পি এফ ও জি আর পি তারা উদাসীন বলে অভিযোগ রেলের যাত্রী দের।
বেশ কিছুদিন দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকার ফলে সোমবার ছিল যাত্রীদের ও অফিস-আদালতের কর্মীদের ভিড়।এদিন লক্ষ্য করা গেছে ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় কাটোয়া থেকে প্রচুর পরিমাণে কাঁচামাল প্রতিদিন যাতায়াত করে থাকে ট্রেনের যাত্রীদের কামরায়। যদিও এই সমস্ত কাঁচামাল ভেন্ডার এ তোলার কথা থাকলেও অধিকাংশ যাত্রী কামরায় তুলে থাকেন হকাররা।এর ফলে যাত্রীদের ট্রেনের কামরায় উঠানামা করতে সমস্যা হয়।যাত্রীদের অভিযোগ এই সমস্ত ট্রেনের কামরায় যে সমস্ত কাঁচামাল নিয়ে হকাররা ওঠেন ওদের কাছ থেকে রেলের সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা টাকা-পয়সা নিয়ে ছেড়ে দেন।

নিজস্ব চিত্র

তাই অনায়াসেই ট্রেনের যাত্রীদের বগিতে এই সমস্ত কাঁচামাল যাতায়াত করে থাকছে।এছাড়াও রয়েছে রেলের বগিতে অসংখ্য হকার বন্ধুদের ব্যবসা।
এতটাই হকার সংখ্যা বেড়ে গেছে যে এক একটা বগিতে পাঁচ থেকে সাত জন পর্যন্ত হকার,তারা তাদের নানান ধরনের সামগ্রী বেচাকেনা করে থাকেন।তাই যাত্রীদের অভিযোগ যাত্রীর কামরায় এই সমস্ত কাঁচামাল যাতে না উঠে তার ব্যবস্থা নিক রেল দপ্তর।যদিও যাত্রীদের কামড়ায় কাঁচামাল তোলার ব্যাপারে রেলের সুরক্ষা দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকরা এ সম্পর্কে কিছু বলতে চাইনি।ফলে যাত্রীদের ক্ষোভ বাড়ছে।রেলযাত্রীদের দাবি সকালে ভ্যানডার বগি ছাড়া যাত্রীদের কামরায় যেন ঐ সমস্ত কাঁচামাল তোলা না হয়।

আরও পড়ুনঃ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে সি আর পি এফ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here