শ্যামল রায়,নবদ্বীপঃ
চৈতন্য ভূমি নবদ্বীপ শহর জুড়ে দীর্ঘদিন ধরেই হনুমানের দাপট ক্রমবর্ধমান।বহিরাগত যারা পর্যটক নবদ্বীপ শহরে বেড়াতে আসেন তারা অনায়াসেই টের পান হনুমানের আক্রমণ।শহরের আনাচে কানাচে জনবহুল এলাকা নবদ্বীপ ধাম রেলওয় স্টেশন সহ বিভিন্ন জায়গায় হনুমানের বাড়বাড়ন্ত।গত কয়েকদিন ধরে এতটাই হনুমানের বাড়বাড়ন্ত যে নবদ্বীপ বঙ্গবাসী গার্লসের ষষ্ঠ শ্রেণির ছাত্রী হনুমানের আক্রমণে আহত হয়েছে।অঙ্কিতা কংস বণিক এখন চিকিৎসাধীন।জানা গিয়েছে যে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন অঙ্কিতা।শহরের পীরতলার কাছে আচমকাই একটি হনুমান ওই ছাত্রীর দিকে তেড়ে আসে এবং ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়।শরীরের কয়েকটা জায়গায় আঘাত পেয়েছে অঙ্কিতা।দ্রুত এলাকার মানুষ ছাত্রীকে উদ্ধার করে তার বাড়িতে পাঠায়,তার চিকিৎসা শুরু হলে জানা গিয়েছে যে তার বাঁ হাত এবং কাঁধের হাড় ভেঙে গিয়েছে।এছাড়াও নবদ্বীপ শহরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল নগরেও হনুমানের বাড়বাড়ন্ত।
বিভিন্ন বাড়িতে রান্না ঘরে ঢুকে পড়ছে হনুমান। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে ট্রেন ধরতে আসা যাত্রীরা মাঝেমধ্যে আহত হচ্ছেন।নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে কোন যাত্রী খাবার খেতে পারেন না।কিংবা খাবার কিনলেই হনুমান দৌড়ে এসে খাবার কেড়ে নিয়ে চলে যায় এমনটাই অভিযোগ ঘিরে ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা। অভিযোগ রেল কর্তৃপক্ষ কেন হনুমানদের এখান থেকে তাড়িয়ে দেয় না।সব নিয়ে সমস্যার মধ্যে এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ দলছুট দুই দলমার হামলায় ক্ষতিগ্রস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584