নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কালীপুজোর পরের দিন সকালে রাস্তা আটকে চাঁদা তোলাকে ঘিরে গাড়ি চালক ও পুজো কমিটির বচসা। তার জেরে পথ অবরোধ চলছে চন্দ্রকোণা থানার জাড়াতে। আজ সকাল থেকে ক্ষীরপাই-আরামবাগ রুটে অবরোধ চলছে।
পুলিশ গিয়েও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। অভিযোগ কালীপূজোর চাঁদা দিতে অস্বীকার করায় ট্রাক থেকে নামিয়ে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় আরামবাগ থেকে চন্দ্রকোনার দিকে আসা ট্রাকের চালক ওরফে ওই ট্রাকের মালিক শুকুর মন্ডলকে। অভিযোগ এলাকারই এক পূজো উদ্যোক্তাদের বিরুদ্ধে।
ঘটনাচক্রে আক্রান্ত ট্রাকের মালিকের বাড়ি চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ড খিড়কীবাজার এলাকায়। আর এতেই পরিস্থিতি জটিল হয়ে যায়। সোমবার চন্দ্রকোনার ক্ষীরপাই শ্রীনগর রাজ্যসড়কের জাড়া এলাকায় রাস্তার উপর এরকম ঘটনার প্রতিবাদে সরব হন ওই রুটে যাওয়া অন্যান্য ট্রাকের চালকরাও। ঘটনার প্রতিবাদে এদিন ট্রাক থামিয়ে ওই রাস্তার উপর দিয়ে চলা সমস্ত ট্রাকের চালকেরা পথ অবরোধ শুরু করে দেয়।
কালীপূজোর চাঁদা আদায়কারী স্থানীয় পূজো উদ্যোক্তাকের মারে আহত ওই ট্রাকের চালকে চন্দ্রকোনা থানার পুলিশ ক্ষীরপাই হাসপাতাল ভর্তি করে। পুলিশ পৌঁছালেও অবরোধ তুলতে পারিনি, ট্রাক সংগঠনের তরফে লিখিত অভিযোগ করা হয় থানায়।
আরও পড়ুনঃ দীঘা সমুদ্র সৈকতে অস্থায়ী দোকানিদের উপর মারধর-ভাঙচুর
শেষমেশ পুলিশ ও ট্রাক সংগঠনের আলোচনায় তিন সাড়ে তিনঘন্টা পর অবরোধ উঠে যায়।সংগঠনের তরফে দ্রুত দোষীদের উপযুক্ত শাস্তির দাবী জানানো হয় পুলিশের কাছে। পুলিশের আশ্বাস, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে সন্ধান চালিয়ে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584