কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয় নিয়ে আশাবাদী তৃণমূল

0
76

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

বিজেপি যতই আত্মসন্তুষ্টিতে থাকুক না কেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার উপনির্বাচনে শেষ হাসি হাসবে তৃণমূল কংগ্রেস। আজ কলকাতায় তৃণমূলের সদর দফতরে বসে সাংবাদিক সম্মেলনে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করার পর কালিয়াগঞ্জে তার নিজস্ব বাসভবনে বসে এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধানসভা উপ নির্বাচনের তপন দেব সিং।

Optimistic TMC
তপনদেব সিং, তৃণমূল প্রার্থী। নিজস্ব চিত্র

তিনি বলেন বিজেপি যদি মনে করে থাকে তারা ফাঁকা মাঠে গোল দেবে তাহলে তারা ভুল করবে কারণ লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন এক নয়। এখানে স্থানীয় ইস্যুভিত্তিক নির্বাচন হবে এবার। তাই গ্রামে গঞ্জে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নমূলক কাজ করে চলছে এবং কালিয়াগঞ্জ পৌরসভা এলাকায় যেভাবে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে তাতে মানুষ এবার তাদের দুহাত তুলে আশীর্বাদ করবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। বিজেপি তখন বুঝবে যে কালিয়াগঞ্জের মাটি আসলে কার। তপন দেব সিং বলেন তার বাড়িতে তার বাবাও ছিলেন একজন রাজনীতিবিদ তাই বাবার দেখানো পথে অনুপ্রাণিত হয়ে তৃণমূল নেতা অসীম ঘোষের হাত ধরে তৃণমূল কংগ্রেসে তিনি আসেন তৃণমূল কংগ্রেসের আদর্শ ও নীতিকে ভালবেসে। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে এবং মানুষের সুখে দুঃখে তিনি সবসময় দাঁড়িয়েছেন। কৃষক পরিবারের ছেলে হয়ে কৃষিকাজ তিনি ভোলেননি। তাই তিনি এখনো কৃষিকাজ কেই তার প্রধান জীবিকা হিসেবে নিয়েই চলছেন।

তপনবাবু বলেন এবারের লোকসভা নির্বাচনের পর দলের অনেকের মধ্যে ধারণা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মানুষ যেভাবে মুখ ঘুরিয়ে নিয়েছিল তা যথেষ্ঠ চিন্তার কারণ হয়ে উঠেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিজেপির বিভিন্ন কাজকর্মে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। এর পাশাপাশি এনআরসি একটা ভয়ের আতঙ্ক তৈরি করেছে সাধারণ মানুষের কাছে বিজেপি। তাই মানুষ এবার ঘুরে দাঁড়িয়েছে। আর তার আশা তার প্রতিফলন ঘটবে এবার আগামী ২৫ শে নভেম্বর নির্বাচনের দিন। তিনি বলেন এবারে প্রচারে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন গ্রামকেই। কারণ কালিয়াগঞ্জ শহরে উন্নয়নমূলক কাজ যেভাবে শুরু হয়েছে কালিয়াগঞ্জের চেয়ারম্যান কার্তিক পাল এর নেতৃত্বে এইজন্য শহর নিয়ে তার কোনো চিন্তা নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here