পোকার হানায় ক্ষতিগ্রস্ত বক্সা পাহাড়ের কমলালেবুর ফলন

0
61

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

শীতের মিঠে রোদ গায়ে মেখে সমতলের মানুষরা বেশ উপভোগ করছেন বক্সা পাহাড়ের কমলালেবুর স্বাদ।উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, বক্সা পাহাড়ে এবার মোটামুটি ৩৯ হেক্টর জমিতে কমলালেবু চাষ হয়েছে।

orange | newsfront.co
নিজস্ব চিত্র

তবে এবারও পোকার উপদ্রবের কারণে বক্সার ১৩টি পাহাড়ি গ্রামে কমলা লেবুর আশানুরূপ ফলন হয়নি। বক্সার কমলালেবু চাষি নাদো ডুকপা বলেন, “পোকার উপদ্রবের জন্য এবারও ফলন ভালো হয়নি। তবে পোকামাকড়ের উপদ্রব বন্ধে উদ্যান পালন দপ্তর ২০১৬ সাল থেকে বক্সার মাটি পরীক্ষা করে কমলা চাষিদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে। চাষিদের রোগ ও পোকামাকড় সহনশীল ‘দার্জিলিং মেন্ডারিন’ প্রজাতির কমলার চারা দেওয়া হয় উদ্যানপালন দফতর থেকে।

আরও পড়ুনঃ কোন পথে শুভেন্দু! জোর জল্পনা রাজনৈতিক শিবিরে

চাষিদের দেওয়া হয় সার ও প্রশিক্ষণ। তারপর থেকেই ধীরে ধীরে তার সুফল পাচ্ছেন সমুদ্রপৃষ্ট থেকে ২৯০০ ফুট উচ্চতায় বক্সা পাহাড়ের কমলালেবু চাষিরা। এই বিষয়ে উদ্যানপালন দফতরের জেলা আধিকারিক সন্দীপ মহন্ত বলেন, “কমলালেবুর গাছ ও ফলের প্রধান শত্রু হল জাব ও ল্যাদাপোকা।

আরও পড়ুনঃ জঙ্গিপুর স্টেশন মাস্টারকে ডেপুটেশন কংগ্রেসের

ল্যাদাপোকার হানায় কমলার গাছ এবং জাবপোকার হানায় ফল নষ্ট হয়ে যায়। এই পোকা তাড়াতে দফতর থেকে কমলালেবু চাষিদের প্রয়োজনীয় ওষুধ ও প্রশিক্ষণ দেওয়ার কাজে সহায়তা করা হচ্ছে।”

জানা গেছে, বক্সার ১৩টি গ্রাম থেকে কমলালেবু সমতলে আসতে শুরু করেছে। জেলা সদর ছাড়াও গ্রামাঞ্চলের হাটে বাজারে বক্সার কমলা লেবু বিক্রি হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here