মানুষের পাশে সালারের ‘অর্কিড ফাউন্ডেশন’

0
103

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

করোনা কালে ও লকডাউনের মধ্যে সালার সহ বিভিন্ন গ্রামে দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে মানুষের পাশে দাঁড়িয়েছে সালার থানার অন্তর্গত তালিবপুর ‘অর্কিড ফাউন্ডেশন’।

Orchid foundation
খাদ্য সামগ্রী বিতরণ। নিজস্ব চিত্র

বিগত কয়েকদিনে প্রায় ৩৬ লাখ টাকার খাদ্যদ্রব্য বিতরণ করেছে সালার ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতে। আজ বৃহস্পতিবার তালিবপুর গ্রামে খাদ্য দ্রব্য বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

Dry Food distribution
নিজস্ব চিত্র

প্রতি বছরই এই সেচ্ছাসেবী সংস্থা সাধারণত দুঃস্থ পরিবারদের সাহায্য করে আসছে। কিন্তু গত বছর করোনা কালে ও বিশেষ করে লকডাউনে কাজ হারানো পরিবার বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও এলাকার বিভিন্ন দুঃস্থ পরিবারের বিশেষ করে শিশু বয়স্ক এবং দিনমজুর ও প্রতিবন্ধী প্রভৃতি পিছিয়ে পড়া পরিবারদের করোনা মহামারী উপেক্ষা করে সাহায্যার্থে এগিয়ে আসে অর্কিড ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল আলম ও তার সহযোগীরা।

আরও পড়ুনঃ তৃণমূলের নতুন জেলা সভানেত্রীকে নিয়ে সংবর্ধনা ও বর্ধিত সভা কান্দিতে

গত বছর তারা প্রায় ১৪ লাখ টাকা খাদ্য সামগ্রী বিতরণ করে সালার সহ ভরতপুর ব্লকে। সোহেল আলম জানান যে তারা এই সেচ্ছাসেবী সংস্থা আজিম প্রেমজি ফাউন্ডেশন অনুসারী সংস্থা হয়ে কাজ করে আসছে। পরিবার পিছু ১০ কেজি চাল, ৫ কেজি আটা, এক কেজি সয়াবিন এক লিটার তেল, বিস্কুট ও শুকনো দুধ, ডাল, লবনের প্যাকেট। এছাড়া মাস্ক ও সাবান বিতরণ করা হয়ে থাকে। শিশুদের জন্য ও দুঃস্থ প্রতিবন্ধীদের প্রতি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। আজ তালিবপুর গ্রামে খাদ্যদ্রব্য বিতরনের মধ্যে দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here