নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর পৌরসভা নির্বাচনের প্রস্তুতির সাংগঠনিক প্রশিক্ষন ও আলোচনা হয় বিজেপি মেদিনীপুর পশ্চিম মন্ডল কমিটির।বক্তব্য রাখেন মেদিনীপুর পশ্চিম মন্ডল সভাপতি শ্রী তপন কুমার সামন্ত, জেলা সম্পাদক শ্রী শঙ্কর দাস,মন্ডল সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ পটনায়েক,শ্রী সুব্রত খাঁড়া প্রমুখ,
এই সভায় বক্তাগন বলেন দুর্নীতি মুক্ত ও আদর্শ পৌরসভা গড়ে তুলতে পৌরবাসীকে স্বচ্ছ সেবা প্রদান করতে বিজেপি বদ্ধ পরিকর।এগিয়ে আসতে হবে আপনাদের।গরীব মানুষ তার আবাস যোজনা পাচ্ছে না।
ফ্রি শৌচাগার পাচ্ছে না।বর্তমান মেদিনীপুর পুরসভার মানুষকে তার পরিষেবা থেকে অধিকার থেকে বঞ্চিত করছে পৌরসভা।কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মানুষের উন্নয়নের জন্য বহু প্রকল্প এনেছেন প্রধানমন্ত্রী,আপনারা সবাই সেই পরিষেবার কথা সাধারণ মানুষকে বলুন।মানুষ তার পাচ্ছেন না যেমন
প্রধানমন্ত্রী জনধন যোজনা,প্রধানমন্ত্রী জীবন জ্যোতিবিমা যোজনা,প্রধানমন্ত্রী সুরক্ষাবিমা যোজনা ,উজ্জ্বলা যোজনা ,বেটি বাঁচাও বেটি পড়াও,শহর গরীব কল্যাণ যোজনা,স্বচ্ছ ভারত অভিযান,জন ঔষধি যোজনা,ইত্যাদি প্রকল্প আছে উন্নয়নের নামে পৌরসভার টাকা লুট করা হচ্ছে,
তাই সকল মানুষের মধ্যে আন্দোলন গড়ে তুলতে হবে।
আরও পড়ুনঃ বর্ধমান রেল স্টেশনের ওভার ব্রিজের সুস্বাস্থ্য সত্ত্বেও আশঙ্কিত নাগরিক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584