নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূজার ছুটির ঠিক আগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হলো কোলা ইউনিয়ন হাইস্কুলে।শুক্রবার বিদ্যালয়ে একদিকে যেমন অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া নির্ধারণ শিবির তেমনি এদিনই উদ্বোধন হল বিদ্যাসাগর ও নেতাজী মূর্তি। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ছাত্র ছাত্রীদের অতি প্রিয় আনন্দ মেলা।মুখ কালো করে ধেয়ে আসা তিতলীকে উপেক্ষা করেই অনুষ্ঠিত হলো সব কর্মসূচি।প্রথম পর্বের অনুষ্ঠানে থ্যালাসেমিয়া রোগ নির্ধারণ সম্পর্কিত একটি সেমিনার লায়ন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন কোলাঘাট শাখার সভাপতি মাননীয় টোটন সারেঙ্গি,সম্পাদক রাজু কুন্ডু, ও জোনাল চেয়ারপার্সন অশোক মন্ডল ও তাপস পাত্র।সেমিনারের পরেই হল রক্ত পরীক্ষা।
একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিল।সেমিনার শেষ হতেই হতেই শুরু হয়ে গেল আনন্দমেলা। মেলার কনসেপ্টটা আজ থেকে বছর পাঁচেক আগে বিদ্যালয়ের বিশ্বনাথ মাইতি বাবুর হাত ধরে শুরু হয়েছিল।ছেলে মেয়েরা বাড়ি থেকে নানান খাবার,রকমারি পণ্যসামগ্রী বই ইত্যাদি নিয়ে এসে মেলায় বিক্রি করে। উদ্বৃত্ত অর্থ প্রতি বছরই দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশুনার কাজে ব্যয় করা হয়।এবছরও তার ব্যতিক্রম হল না।শুধু বাধ সাধল আবহাওয়া।
এই উপলক্ষ্যে এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সম্মান প্রদান করা হয়।এবারে এই সম্মান মাননীয় প্রনবেশ সামন্তর হাতে তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য।
মেলা চলাকালীন বিদ্যাসাগর ও নেতাজী মূর্তি উন্মোচন করলেন যথাক্রমে ডি.আই পূর্বমেদিনীপুর মাননীয় আমিনুল আহসান ও কোলাঘাট ব্লকের বি.ডি.ও তাপসকান্তি হাজরা মহাশয়। উপস্থিত ছিলেন বিধায়ক ইব্রাহিম আলি, ব্লক সহ সভাপতি রাজু কুন্ডু, পরিচালক সমিতির সভাপতি সন্দীপ রায়চৌধুরী, এ.আই ও ব্লক এস.আই ও অন্যান্য গুণীজন।বিদ্যালয়ের শিক্ষক সুজন বেরা জানান কয়েকদিন আগেই বিদ্যালয়ের উদ্যোগে জেলা স্বাস্থ্য দপ্তর ও মেদিনীপুর কুইজ কেন্দ্রের সহযোগিতায় ডেঙ্গু সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ অনাথ আশ্রমের শিশুদের পাশে দাঁড়ালো স্বপ্নতরী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584