নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বাম-ছাত্র যুবদের উদ্যোগে পালিত হলো শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস।
ক্ষুদিরাম বসুর ১২৯ তম জন্মদিবস উপলক্ষ্যে ডিওয়াইএফআই এর উদ্যোগে এদিন মূল কর্মসূচিটি হয় মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত আমতলা ক্ষুদিরাম পার্কে। এদিন ডিওয়াইএফআই এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ক্ষুদিরাম পার্কে।
এই কর্মসূচির শুরুতে ডিওয়াইএআই প্রতিষ্ঠিত এবং সংগঠনের উদ্যোগে সম্প্রতি সংস্কার হওয়া ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিবৃন্দ ও যুব ফেডারেশনের কর্মীরা।উল্লেখ্য ১৯৯৮ সালে ডিওয়াইএফআই উদ্যোগে তৈরি হওয়া এই ক্ষুদিরাম মূর্তির আভরণ উন্মোচন করেন আজাদ হিন্দ ফৌজের বিশ্বস্ত সেনানী লক্ষ্মী সেহগল।এদিনের শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিবেক বিকাশ মন্ডল।
উপস্থিত ছিলেন গনতান্ত্রিক যুব ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক তাপস সিনহা,ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সুমিত অধিকারী, জেলা সভাপতি রণজিৎ পাল, এবিটিএ’র জেলা সম্পাদক বিপত্তারণ ঘোষ, বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির নেতৃত্ব প্রভাত ভট্টাচার্য্য, সৌগত পন্ডা, আব্দুল রাফে,সুব্রত চক্রবর্তীসহ যুব আন্দোলনের নেতৃত্ব ও কর্মীগণ। শিবিরে উপস্থিত ছিলেন সম্প্রতি সিঙ্গুর থেকে রাজভবন অভিযানে শ্লোগান দিয়ে সংবাদ শিরোনামে আসা ছাত্র-যুব আন্দোলনের কর্মী রিয়া মাইতি।শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবির ঘিরে ডিওয়াইএফআই শিবিরে ছিল চুড়ান্ত ব্যস্ততা।
আরও পড়ুনঃ শালবনিতে জঙ্গল মহল উৎসবের সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584