শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
যোগ প্রাণায়ামের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি এবার সামাজিক অবক্ষয় রুখবার বার্তা নিয়ে গণ ভাইফোঁটা উৎসবের আয়োজন করল পতঞ্জলি যোগ সমিতি।শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের উত্তর কুমারগঞ্জ এলাকায় এই গণ ভাইফোঁটা-র আয়োজন করেছিল পতঞ্জলি যোগ সমিতির কুমারগঞ্জ শাখা।কুমারগঞ্জ ব্লকের এই উত্তর কুমারগঞ্জ গ্রামের জনসংখ্যা প্রায় ১২০০।এদিন সকাল পেরিয়ে দুপুর গড়াতেই গ্রামের আকা বাকা মাটির রাস্তা ধরে দিদি-বোন-ভাইদের গণ ভাইফোঁটা-র অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাতায়াত শুরু হয়।

এরপর ভাই-রা সারিবদ্ধভাবে মাটিতে বসলে দিদি-বোনরা প্রদীপ জ্বালিয়ে ধান-দুর্বা ভাইদের মাথায় দিয়ে কপালে চন্দন ও শিশিরের ফোঁটা দিয়ে ভাইফোঁটা দেয়।এদিনের গণ ভাই ফোঁটা-র এই উৎসবে একদিকে যেমন সামিল গ্রামের শিশুরা তেমনি উৎসবে সামিল গ্রামের যুবক যুবতী থেকে শুরু করে গ্রামের বৃদ্ধ-বৃদ্ধারাও।অন্তরের টানে এদিন উৎসব স্থলে হাজির গ্রামের প্রতিবন্ধী যুবক সুজিত্র সরকার। গ্রামের বোনেদের কাছ থেকে প্রথমবার ভাইফোঁটা পেয়ে আপ্লুত সুজিত্র সরকার। কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ গ্রাম থেকে এদিন ফোঁটা দিতে আসা চন্দ্রমল্লিকা প্রামাণিক এদিন জানান এত ভাইকে একসাথে ফোঁটা দিতে পেরে তিনি খুবই আনন্দিত।জাতী-ধর্ম-বর্ণ বিভেদের কালোছায়া যখন ক্রমশ গ্রাস করছে সমাজকে সেই সময় গণ ভাই ফোঁটা-র এই উৎসব নিঃসন্দেহে আগামীতে সমাজে সম্প্রীতির বার্তা বয়ে আনবে বলে অভিমত স্থানীয় গ্রামবাসীদের।
আরও পড়ুনঃ মূক ও বধিরদের নিয়ে ভ্রাতৃদ্বিতীয়া উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584