বিএসএফ ভাইদের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করলেন বোনরা

0
242

হরষিত সিং, মালদহঃ

বিএসএফ জওয়ানদের ফোটা দিয়ে ভ্রাতৃদ্বিতীয়া পালন করল মালদহের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলারা।শুক্রবার বেলা বারোটা নাগাদ,ইংরেজবাজার থানার কেষ্টপুর বিওপিতে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার মহিলারা।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডেন্ট জগদিশ,স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদিকা অপর্না দাস,মোনালিসা ঘোষ, অদ্রিজা যাদব সহ অন্যান্য সদস্যরা।তারা জানিয়েছেন,অতন্দ্র প্রহরা দিয়ে ভারতের সীমান্ত রক্ষা করেন বিএসএফ জওয়ানরা।পরিবার ছেড়ে সীমান্ত এলাকায় পাহারা দেন তারা।সেই কারণে তাদের ভাইফোঁটা দিতে তারা উদ্যোগ নেন।তারা জানিয়েছেন,সীমান্ত এলাকায় থাকলেও যাতে তারা বোনের অভাব বুঝতে না পারেন সেই কারণে তারা বিএসএফ জাওয়ানদের ভাইফোঁটা দেন।

জওয়ানদের ফোঁটা দেওয়া হচ্ছে। ছবিঃ অভিষেক দাস 

কলার ছড়ি, ধুপবাতি,ধান,দূর্বা দিয়ে জওয়ানদের প্রথমে বরণ করা হয়।এরপর দেওয়া হয় ফোটা।‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,যমের দুয়ারে পড়ল কাটা,ফোটা যেন নড়ে না,ভাই যেন মরে না,এই কথা উচ্চারণ করে ওই স্বেচ্ছাসেবী সংস্থার মহিলারা বিএসএফ জওয়ানদের ভাই ফোঁটা দেন।এর পাশাপাশি বিএসএফ জওয়ানদের দীর্ঘায়ু কামনা করেন তারা।এরপর ওই মহিলারা বিএসএফ জওয়ানদের মিষ্টি মুখ করান।জওয়ানদের পক্ষ থেকে মহিলাদেরও মিষ্টি মুখ করানো হয়।

আরও পড়ুনঃ গ্রামে গণ ভাইফোঁটার আয়োজনে পতঞ্জলি যোগ সমিতি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here