মনিরুল হক,কোচবিহারঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিনহাটায় পালিত হল বিশ্ব মৃত্তিকা দিবস।বুধবার দিনহাটা ২নং ব্লকের সাহেবগঞ্জে কৃষি দপ্তরের চত্বরে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের কৃষিদপ্তর আয়োজিত এদিনের এই আলোচনা সভায় মৃত্তিকা দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন দিনহাটা ২নং ব্লকের সহঃকৃষি অধিকর্তা ডঃ প্রবোধ মন্ডল, দিনহাটা ২নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিমল বর্মন, আত্মা প্রকল্পের আধিকারিক সপ্তরা সাহা, পলাশ সাহা সহ আরও অনেকে।
এদিনের এই আলোচনা সভা শুরুর আগে দিনহাটা ২নং ব্লক কৃষি দপ্তরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং সভার শেষে কৃষকদের হাতে মাটির অনু খাদ্য ও মাটির স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়।এবিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে দিনহাটা ২নং ব্লকের সহঃ কৃষি অধিকর্তা ডঃ প্রবোধ মন্ডল বলেন, প্রতিটি কৃষককে তার জমির মাটি সম্পর্কে সচেতন হতে হবে। কোন কোন সার প্রয়োগ করলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে তা নিয়ে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে।কিভাবে জৈব সার উৎপাদন করা যায় তা জানার ওপর এবং জমিতে জৈব সার দিয়ে চাষ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584