শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ
আজ বন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রায় ৩৫০ জন দুঃস্থ শিশুদের নিয়ে এক বনভোজনের আয়োজন করা হয় চুনাখালির হারুবাবুর বাগান এলাকায়। অনুষ্ঠানটি ছিল মূলত বহরমপুর নিবাসী শচীন ও দীপান্বিতা ভট্টাচার্যর কন্যা শ্রী ভট্টাচার্যর জন্মদিন উপলক্ষে।
অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০টায় ও শেষ হয় বিকাল ৫ টায়। আয়োজনে ছিল বন্ধন স্বেচ্ছাসেবী সংস্থা, আয়োজনে ছিল খাবারের এলাহী ব্যবস্থা। এই অনুষ্ঠানটি কচি কাচাদের কলরবে হয়ে ওঠে এক অন্য পৃথিবী। যেখানে সেই সময়টুকু স্মরণ করিয়ে দেয় সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।
বন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য এদিন জানান, তারা ইতিপূর্বে দুঃস্থ শিশুদের পোশাক বিতরণের মতো সামাজিক কাজে এগিয়ে এসেছে, ভবিষ্যতেও দুঃস্থ শিশুদের উন্নতিকল্পে তাদের বৃহত্তর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুনঃ পাড়ায় পাড়ায় শিক্ষালয়, স্কুলে চলছে ভ্যাকসিনও, উদয়চাঁদপুর হাইস্কুলে পরিদর্শনে এসআই
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584