ইংরেজবাজার পৌরসভা ও স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক কর্মশালার আয়োজন

0
61

হরষিত সিং, মালদহঃ
হাম ও রুবেলা মুক্ত ভারত গড়তে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করল ইংরেজবাজার পৌরসভা ও স্বাস্থ্যদপ্তর।  বুধবার দুপুর একটা নাগাদ,মালদা টাউন হলে এই কর্মশালার আয়োজন করা হয়।এই কর্মশালায় উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, ডাঃ নারায়ন চন্দ্র রায়, স্বাস্থ্য আধিকারিক, পৌরসভার স্বাস্থ্য কর্মী ও ১০৮ টি স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও পৌর কর্মীরা।

ছবিঃ অভিষেক দাস

কর্মশালার পাশাপাশি মালদা শহরে একটি মিছিলেরও আয়োজন করা হয়। ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুরা এই টিকা নিতে পারবে।২৯শে নভেম্বর থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত শিশুদের বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করবে ইংরেজবাজার পৌরসভা।এই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বুধবার দুপুরে একটি মিছিলের আয়োজন করা হয়। মালদা টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয় মিছিল।সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় বৃন্দাবন ময়দান এলাকায়।হাতে প্লাকার্ড নিয়ে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক,শিক্ষিকা ও পৌর কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।বুধবার থেকে একটি ট্যাবলো ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে হাম ও রুবেলা অসুখ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here