সুন্দরবনের কাকদ্বীপে কৃষি মেলার আয়োজন

0
107

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
কৃষকদের কথা মাথায় রেখে শুরু হলো দক্ষিন সুন্দরবনে কাকদ্বীপ ব্লকে কৃষিমেলা।তিনদিন ব্যাপি চলবে এই মেলা।দক্ষিণ ২৪ পরগনার  ২৯ টি ব্লকের মধ্যে এই মেলা প্রথম শুরু হলো কাকদ্বীপ ব্লকে।

হাইব্রিড কুমড়ো। নিজস্ব চিত্র

কাকদ্বীপ ব্লকের বিধান ময়দানে চলছে মেলা।মেলার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা।

বিভিন্ন প্রজাতির শস্য বীজ। নিজস্ব চিত্র

সাতটি দপ্তরের সমন্বয়ে শুরু হয়েছে মেলা।সমবায় সমিতি, মৎস,সুন্দরবন বিষয়ক,কৃষি ,উদ্দান পালন, মোট আঠারোটি স্টল রয়েছে মেলাতে।একটা সময়  সুন্দরবনে কাকদ্বীপ ব্লকে ১৪ টি গ্রাম পঞ্চায়েতে  কৃষকদের চাষ নিয়ে সমস্যা চলছিল।ক্ষতির মুখে পরে  একাধিক কৃষক।সবজি চাষ থেকে মাছ চাষ।ধান চাষেও তেমন লাভ পাচ্ছিলেন না এলাকাবাসি।

মাছের চাষের জন্য রাখা ছোট মাছ। নিজস্ব চিত্র

পরিবর্তনের পর কৃষক সচেতনতা শিবির গড়ে তোলায় কৃষক ও মৎসজীবিরা লাভের মুখ দেখেন।অ্যাওয়ারনেস ক্যাম্পের মধ্যো দিয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে শুরু হয় সতর্কিকরন।কৃষি মেলা আঠারোটি স্টলে রয়েছে হাইব্রিড সবজি।  রয়েছে কোয়েল  পাখি,হাইব্রিড খরগোস,রয়েছে বইলার মুরগি,এছারা মিল্ক ফিস ,ভেটকির মতো নানান চাষ উপদান।

চাষিদের ফার্মের মুরগির ডিম। নিজস্ব চিত্র

এছাড়া স্বনির্ভর মহিলাদের দেওয়া চট কাপরের ব্যাগ পুতুলও রয়েছে।১৪ টি গ্রাম পঞ্চায়েতের পাঁচ হাজার কৃষক যোগদেন মেলায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা,১৪ টি গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান , সাতটি দপ্তরের অাধিকারিক সহ কাকদ্বীপ এসডিপিও,মেলার উদ্যোক্তা দেবব্রত মাইতি।

 বীজ। নিজস্ব চিত্র

এদিন মন্টুরাম পাখিরা বলেন কৃষকদের একত্রিত করার পর সুন্দরবনের কৃষকরা বিশ্বের দরবারে পৌছেছে।কৃষিকাজে লাভ করেছে এই এলাকা। শুধু তাই নয় মৎস চাষে একাধিক জায়গাতে ব্যবসার শ্রীবৃদ্ধি পেয়েছে ছোট বড় ভেড়ি ব্যবসায়ীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here