রিচা দত্ত,বহরমপুরঃ
ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি মুর্শিদাবাদ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন্দ্র জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে মুর্শিদাবাদে বৃহস্পতিবার দুপুরে জেলা আইনি পরিষেবা কেন্দ্রে সাংবাদিক সম্মেলন করেন।তাতে জানানো হয় যে সমস্ত দরিদ্র মানুষেরা আছেন তার মধ্যে কিছু কিছু শ্রেণীর পুরুষদের বাৎসরিক আয় ১লক্ষ টাকার কম তাদের ক্ষেত্রে উকিলের পারিশ্রমিকের দরুন কোন রকম মূল্য নেওয়া হয় না।যে সমস্ত মহিলারা আছেন,এসটি ও এসসি এছাড়াও যে সমস্ত অপ্রাপ্তবয়স্ক অপরাধী এবং প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছেন তাদের কাছ থেকে বিনামূল্যে আইনি সহায়তা করা হয়ে থাকে।এমন অনেক মামলা থাকে যেগুলো সরাসরি যখন কোর্টে তোলা হয় দীর্ঘদিন ধরে তার আইনি কার্যকলাপ চলার দরুণ নানান সমস্যায় পড়তে হয়।সেই জায়গায় ডি এল এস এ শিবিরে কোন কিছু হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া,আধার কার্ডে নাম পাল্টানো এই সমস্ত অভিযোগ করা যাবে।এমনকি এমন বহু ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়েরা সরাসরি থানায় অভিযোগ দায়ের করতে পারে না তাদের হয়ে প্যারালিগাল অথরিটি ২৮টি থানায় নিযুক্ত রয়েছে যেকোন সময় যেকোন সমস্যার কারণে এই প্যারালিগাল স্বেচ্ছাসেবকদের ফোন করে বাড়ি ডেকে তাদের কাছে সমস্ত অভিযোগ জানালে তারা নিজেরা কোর্টে গিয়ে অভিযোগ দায়ের করবে।
আরও পড়ুনঃ ভোটার তালিকায় ভুতুড়ে কান্ড
কেবলমাত্র একনলেজমেন্ট স্লিপ অভিযুক্তের হাতে তুলে দেবেন।এই সমস্ত বিভিন্ন সুযোগ-সুবিধার স্বার্থে ডি এল এস এ আগামী দিনে একটি সচেতনতা শিবির করবেন যেখানে মানুষ সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন।ডি এল এস এর সেক্রেটারি মন্দিপ সাহা রায় আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান আগামী দিনে সিনিয়র সিটিজেন দের জন্য আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংকের লিগ্যাল এইড ক্লিনিক করা হবে।যা পশ্চিমবঙ্গে প্রথম বার। কোনরকম সমস্যায় পড়লে এই লিগ্যাল এইড ক্লিনিক এ অভিযোগ করার একটা সুযোগ থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584