ফালাকাটার গ্রাম পঞ্চায়েতগুলিতে নারী-শিশু সচেতনতা শিবিরের আয়োজন

0
25

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

মঙ্গলবার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে জেলা পুলিশের সহযোগিতায় ও ফালাকাটা ব্লক প্রশাসনের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতগুলিতে নারী ও শিশুদের সচেতনতা শিবির অনুষ্ঠিত হল।

নিজস্ব চিত্র

আজকাল সোশাল মিডিয়তেও নারী ও শিশু পাচার হচ্ছে -এ নিয়েই সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ।নাবালিকা বিয়ে, অপহরণ, বধূ নির্যাতনের মতো ঘটনা মাঝে মধ্যেই ঘটে চলেছে । এমনও অনেক ঘটনা থাকে যা পুলিশের কাছে অভিযোগ আকারে পৌঁছায় না।

প্রশাসনের কর্তারা মনে করছেন , এমন ঘটনা রুখতে অন্যতম হাতিয়ার হল সচেতনতা । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েতের সমিতির সভাপতি সুরেশ লালা, আলিপুরদুয়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সন্তোষ বর্মণ এবং জেলা ও ফালাকাটা থানার আধিকারিকগণ ।

ফালাকাটা থানা সূত্রে জানা গেছে, আগামী ১৪ ডিসেম্বরে পর্যন্ত ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের নারী সুরক্ষা বিষয়ক সচেতন মূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here