সরকারি সাহায্যের আবেদন অনাথ আশ্রম কর্ণধারের

0
321

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার অন্তর্গত বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম।

নিজস্ব চিত্র

জানা গেছে, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অসহায় হতদরিদ্র মানুষদের সেবার ব্রত নিয়ে যাদবপুর থেকে উত্তরবঙ্গে এসেছিলেন সুকুমার রায় চৌধুরী। সেই সময় ভারত সেবাশ্রম এর সাথে যুক্ত হয়ে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন তিনি। ১৯৯৫ সালে অনাথ এবং হতদরিদ্র শিশুদের শিক্ষাদানের জন্য গড়ে তোলেন বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম।

নিজস্ব চিত্র

বর্তমানে ৮৯ বছরে পা দিয়েছেন সুকুমার বাবু। বয়সের সাথে সাথে দায়িত্ব বেড়েছে অনেক। আশ্রমের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সদা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বয়সেও। কিন্তু বর্তমানে আর্থিক সমস্যায় আশ্রমের ব্যয়ভার বহন করতে হিমশিম অবস্থা হচ্ছে তার।

নিজস্ব চিত্র

এ বিষয়ে সুকুমার বাবু বলেন, “এত বছর ধরে কোন প্রকার সরকারি সাহায্য পাইনি। সরকারি দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরেও সুরাহা মেলেনি। বিগত বন্যায় আশ্রমের ঘরগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো সংস্থা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় অনেক দুশ্চিন্তা মুক্ত হতাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here