সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
এবার দুঃস্থদের পাশে দাঁড়াল ক্ষুদে পড়ুয়ারা।মন্দিরবাজার ব্লকের দাওয়াতুল হক এতিম খানা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চাশজন বাচ্চা নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে কম্বল বিতরন করার নজির তৈরি করল।এলাকার সকল সম্প্রদায় দুঃস্থ মানুষদের হাতে শীত বস্ত্র বিতরন করেন।
২০০৩ সালে দাওয়াতুলহক এতিম খানার প্রতিষ্ঠাতা করেন জয়নগরের বাসিন্দা মোঃ নিজামউদ্দিন। গোটা কয়েক পড়ুয়াদের নিয়ে শুরু করে খালিজ মাদ্রাসা ( প্রাথমিক বিদ্যালয়)। অনাথদের পাশাপাশি দুস্থদের নিয়ে দাওয়াতুলহক এতিম খানা পথ চলা শুরু। দক্ষিন ২৪ পরগনায় দশটি জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে খালিজ মাদ্রাসা। বর্তমানে ২৫০ জন পড়ুয়া রয়েছে এই প্রতিষ্ঠানে।
যেখানে ৩৫ জন অনাথদের পাশাপাশি ৫০ জন দুঃস্থ আবাসিক ছাত্র রয়েছে এই প্রতিষ্ঠানে। পড়ুয়াদের সারা বছর টিফিন খরচ বাঁচিয়ে ৫০০ জন দুঃস্থদের কম্বল বিতরন করেন। নিজেদের হাতে শীত বস্ত্র তুলে দিয়ে খুশি ক্ষুদেরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরবাজার ব্লকের বিডিও সৈয়দ আহমাদ,জগদ্বীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মঞ্জু মন্ডল , প্রাক্তন প্রধান দীলিপ মন্ডল সহ এলাকাবাসী। জগদ্বীশ গ্রাম পঞ্চায়েত প্রধান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584