নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ডলবি থিয়েটারে প্রতি বছর অনুষ্ঠিত হয় অস্কার। করোনা আবহে অন্যান্য অনুষ্ঠানের মত সকল বিনোদনপ্রেমীদের অনুমান ছিল অস্কারও আয়োজিত হবে অনলাইনে। তবে ভার্চুয়াল অস্কারে অমত অ্যাকাডেমি অফ মোশন আর্টস অ্যান্ড সায়েন্সের। তাই ভার্চুয়াল নয়, তারকাদের উপস্থিতিতেই হবে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ওরফে অস্কার।
অ্যাকাডেমি ও আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির সূত্রে এমনটাই জানতে পেরেছে মার্কিন সংবাদসংস্থা ‘ভ্যারাইটি’। জানা গিয়েছে, ২০২০ সালের ২৫ এপ্রিল সুন্দর পোশাকে সেজে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে উপস্থিত হবেন আন্তর্জাতিক তারকারা।
আরও পড়ুনঃ অ্যামাজনে সবচেয়ে বেশি বৃক্ষনিধন গত একবছরে
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি করোনা পরিস্থিতিতে অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। পিছিয়েছে গোল্ডেন গ্লোব, বাফটার মতো অ্যাওয়ার্ড। ‘এমি’র মতো অ্যাওয়ার্ডও কোভিডের প্রকোপে ভারচুয়াল পথ অবলম্বন করেছিল।
আরও পড়ুনঃ দেশের সব থানায় বসবে সিসিটিভি ক্যামেরা, নির্দেশ সুপ্রিম কোর্টের
যদিও তা খুব বেশি দর্শকের মনঃপুত হয়নি। সেই কারণেই নাকি অ্যাকাডেমি কর্তৃপক্ষের ভার্চুয়াল সেলিব্রেশনে মত নেই। উল্লেখ্য,৯৩তম অস্কারে ভারতের বাজি মালয়ালম ছবি ‘জাল্লিকাট্টু’।
‘শকুন্তলা দেবী’, ‘গুলাবো সিতাবো’, ‘ছপাক’-এর মতো ২৭টি হিন্দি, মারাঠি ও ওড়িয়া ছবির মধ্যে থেকে লিজো জোসে পেল্লিসেরি পরিচালিত বিতর্কিত ছবিটিকেই বেছে নিয়েছেন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার জ্যুরিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584