শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কোভিড পরিস্থিতিতে অফিস যাওয়াই যেন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। অপ্রতুল গণপরিবহণ, অত্যধিক ভাড়ার মতো একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন মানুষ। এই অবস্থায় জন-সাধারণের জীবনে গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দিতে আসছে অসপ্রে ওয়াটার ওয়েজ।
শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে সামাজিক দূরত্ব বজায় রেখে আপাতত ৬৬ শতাংশ যাত্রী নিয়েই যাত্রা শুরু করবে দ্রুতগতির এই জলযান। অদূর ভবিষ্যতে রাজ্য পরিবহণ নিগমের সহায়তায় ব্যারাকপুর থেকে মিলেনিয়াম ঘাট পর্যন্ত দ্রুতগতির জল পরিবহণ ব্যবস্থা চালানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে কলকাতা থেকে গঙ্গাসাগর পর্যন্ত ক্রুজ পরিষেবা রয়েছে সংস্থার।
আরও পড়ুনঃ বাংলায় লকডাউন বৃদ্ধির কারন জানতে চেয়ে শ্বেতপত্র প্রকাশের দাবী বিজেপির
জানা গিয়েছে, ১ জুলাই থেকে শুরু হচ্ছে চন্দননগর থেকে কলকাতার মিলেনিয়াম ঘাট পর্যন্ত দ্রুতগতির জলযান পরিষেবা। সোম থেকে শুক্রবার ব্যস্ত অফিস টাইমে এই দ্রুতগতির জলযান চন্দননগর থেকে কলকাতা পৌঁছে দেবে মাত্র ঘণ্টা দেড়েকের মধ্যেই।
সকাল ৮ টায় চন্দননগর থেকে যাত্রা শুরু করে শেওড়াফুলি, দক্ষিণেশ্বর ছুঁয়ে কলকাতার মিলেনিয়াম জেটিতে পৌঁছবে সকাল সাড়ে ৯ টা নাগাদ। অফিস ফেরত বাড়ি ফেরার সময়ে এই দ্রুতগতির জলযান মিলেনিয়াম ঘাট ছাড়বে বিকেল ৪টের সময়ে। চন্দননগর পৌঁছবে বিকাল ৫ টা ৪৫ মিনিট নাগাদ। দ্রুতগতির এই জলযানে অফিস যাবার আগেই মনটা ফুরফুরে হয়ে যাবে মানুষের।সাধারণভাবে চন্দননগর কিংবা ব্যান্ডেল থেকে এখন যে জলযান যায়, তাতে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে অনেক সময় লেগে যায় সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা।
আরও পড়ুনঃ করোনা চিকিৎসায় প্রোটোকল নজরদারিতে ২ টি বিশেষ ‘প্রোটোকল মনিটরিং টিম’ গঠন রাজ্যের
গতি বাড়িয়ে সেই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে অসপ্রে ওয়াটার ওয়েজ। দ্রুতগতির জল পরিবহণ সেবা চালু হলে ব্যান্ডেল, চুঁচুড়া, হুগলি-সহ পার্শ্ববর্তী জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ হবে বলে মনে করছেন অসপ্রে ওয়াটারওয়েজের কর্ণধার অঞ্জন সিনহা। এই যাত্রা সফল হলে পরবর্তী সময়ে আরও বিভিন্ন রুট চালানো হবে বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584