নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বিজেপি করার অপরাধে এক ব্যক্তিকে নিজের জমিতে চাষ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লকের তারট গ্রামে।পটাশপুর ১ নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তারট গ্রামের বাসিন্দা সনাতন দাসের অভিযোগ গত পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত স্তরে বিজেপির হয়ে ভোটে দাঁড়ানো জন্যই তাঁর নিজের জমিতে চাষ করতে বাধা দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ করলেন সনাতন বাবু, চাষের জন্য যে সব যন্ত্রাংশের প্রয়োজন, অর্থাৎ চার্জ দেওয়ার জন্য পাওয়ার ট্রেলার ও জমিতে জল দেওয়ার জন্য যে হালের প্রয়োজন হয়, সেই সব মালিকদের তৃণমূলের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে এমনই অভিযোগ করলেন সনাতনবাবু।এর ফলে আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে সনাতন দাসকে।
আরও পড়ুনঃ নারায়ণগড়ে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির
ফলে সংসার চালানো দায় এমনই জানালেন সনাতনবাবু।যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য পুরো বিষয়টি গ্রামের মানুষের সাথে ওনার ব্যক্তিগত ঝামেলা,এতে রাজনীতির কোনও যোগাযোগ নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584