নতুনগ্রামে প্রকৃতির টানে সাড়া প্রকৃতির কোলে দিলেই গুনতে হবে জরিমানা পাঁচশো এক

0
277

নূর হোসেন সেখ, লালবাগঃ

গত অক্টোবর মাস ২০১৭ সাল থেকে মুর্শিদাবাদ জেলার জেলা শাসক ডঃ পি.উল্গানাথন মহাশয়ের নির্দেশে এবং নলেজ লিঙ্ক এর সহযোগিতায় জেলার প্রতিটি ব্লককে খোলা মাঠে শৌচ কর্মহীন জেলা গড়তে প্রতিদিন প্রচার ও গান্ধীগিরি চলছে। কিন্তু আজ ভোর ৪:৩০ মিনিট নাগাদ নতুনগ্রাম গ্রাম পঞ্চায়েতের আমানিগঞ্জ সংসদে মিশন নির্মল বাংলা প্রকল্পের প্রচার ও গান্ধীগিরির সময় গঙ্গার তীরে গিয়ে দুই জন ব্যক্তিকে খোলা মাঠে শৌচকর্ম করতে দেখা যায়।

নিজস্ব চিত্র

ঐ দুই জন ব্যক্তি যথাক্রমে ঝন্টুলাল রায় পিতা ননক রায় ও মন্টু রায় পিতা কচ্ছহরি রায় নামে দুই জন ব্যক্তি খোলা মাঠে শৌচকর্ম করে উঠে আসার সময় বিডিও অফিসের কর্মীরা তাকে তার অপরাধের জন্য ৫০১ টাকা জরিমানা ধার্য করেন। দুই জন ব্যক্তিই ধার্য জরিমানা পরিশোধ করে। এছাড়াও তাঁরা খোলা মাঠে শৌচকর্ম না করা ও নিজেদের গ্রাম স্বচ্ছ রাখার অঙ্গীকার করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here