ফের জ্বরের প্রকোপ, বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও

0
27

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

গত কয়েক দিন থেকে ফের বাড়তে শুরু করেছে জ্বরের প্রকোপ। সঙ্গে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তদের সংখ্যা। গত তিন দিনে সাধারণ জ্বর নিয়ে মালদহ মেডিকেলে ভর্তি হয়েছে প্রায় দুই শতাধিক রোগী। তাদের মধ্যে ৭জনের ডেঙ্গু ধরা পড়েছে। আগে থেকে চিকিৎসা চলছিল আরো ১৬ জনের। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোন ওর্যাড না থাকায় সাধারণ জ্বরে আক্রান্তদের সঙ্গে রাখা হচ্ছে তাদের।

নিজস্ব চিত্র

শুধুমাত্র ডেঙ্গুতে আক্রান্তদের মশারি দেওয়া হয়েছে। গত কয়েক দিন থেকে আবহাওয়া পরিবর্তনের জেরে বাড়ছে জ্বরে আক্রান্তদের সংখ্যা। জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় পুরুষ ও মহিলা মেডিসিন ওর্যাডে রোগী থাকার বেড কমে গিয়েছে। একটি বেডে দুই জন করে রোগী থাকছেন। এমনি ওর্যাডের মেঝেতেও প্রচুর রোগীর চিকিৎসা চলছে। মালদা মেডিকেলের এমন পরিস্থিতির জন্য আরো বেশি বেড বাড়ানোর দাবি তুলছেন রোগীর আত্মীয়রা। এমনকি সাধারণ জ্বরের রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্তদের রাখায় তাদের ডেঙ্গু ছাড়ানোর আশঙ্কা করছেন অনেকে।

নিজস্ব চিত্র

মালদহ মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, জ্বরে আক্রান্ত রোগীদের সব রকম পরিষেবা দেওয়া হচ্ছে। প্রত্যেকের দুই বার করে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
মালদহ মেডিকেল সূত্রে জানা গিয়েছে মাঝে সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু গত প্রায় এক সপ্তাহ থেকে ফের বাড়তে শুরু করেছে। গত তিন দিনেই মেডিকেলে জ্বর নিয়ে ভর্তি হয়েছে প্রায় দুশো জন। আবহাওয়া পরিবর্তনের জন্য এই ভাইরাল ফিবার হচ্ছে দাবি চিকিৎসকদের। তবে মেডিকেলে রোগী ভিড় হতে থাকায় সমস্যা বাড়ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here