টাকা তুলতে নিরাপত্তাহীনতা, ক্ষোভে এটিএম এ তালা দিল এলাকাবাসী

0
42

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল কলেজ রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম এ তালা লাগালো গ্রাহকরা। এলাকাবাসী ও গ্রাহকদের অভিযোগ, এই এটিএম এ টাকা তুলতে এলে তাঁরা নিরাপত্তাহীনতা বোধ করেন, কারণ এখান থেকে বহুবার টাকা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। গ্রাহকদের দাবি, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনও ফল হয়নি।

বন্ধ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম। নিজস্ব চিত্র

এমনকি এটিএম এর সিসিটিভি থেকে দরজা সবই ভাঙা। গ্রাহকরা ভিতরে টাকা তুলতে গেলে যে নিরাপত্তারক্ষী থাকার কথা সেও প্রথম থেকেই নেই। এই সব কারণবশত ক্ষোভে এলাকাবাসী তালা লাগায় এটিএম এ। স্থানীয় এক গ্রাহকের বক্তব্য, এই জনবহুল এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম এ কোনও নিরাপত্তারক্ষী নেই। যারা টাকা তুলতে আসে তারা আতঙ্কে থাকে। আমরা সার্ভিস চার্জ দিচ্ছি তা সত্ত্বেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই স্বীকৃতি হিসাবে কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাই তালা লাগানোর পদক্ষেপ নেওয়াই শ্রেয় মনে হয়েছে আমাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here