বাধা পেরিয়ে বোর্ড গঠন

0
78

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

পঞ্চায়েত বোর্ড গঠন হলো পাত্রসায়েরের হদল নারায়ণপুর এবং বেলুট রসুলপুর পঞ্চায়েতে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বোর্ড গঠন করতে পারছিলো না এই পঞ্চায়েত।স্বাভাবিক ভাবেই চলছিল উত্তেজনার পারদ।অবশেষে আজ পারদ গলে জলে পরিণত হল।পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান গঠন করা হলো পাত্রসায়ের এর হদল নারায়ণপুর এবং বেলুট রসুলপুর পঞ্চায়েতে।

নিজস্ব চিত্র

এই দুই জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মিদের জয়ের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।এবারে নারায়ণ পুর পঞ্চায়েতের নতুন প্রধান তোতন মল্লিক ( মহিলা )এবং উপ প্রধান তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত শাল।আমাদের প্রশ্নের উত্তরে প্রশান্ত শাল বলেন,নারায়ণ পুর অঞ্চলের নারীদের আরও কাজের সুয়োগ করা হবে এবং নারায়ণ পুর অঞ্চলের যে সমস্ত কাঁচা রাস্তা রয়েছে সেগুলি যাতে পাকা হয় সেদিকে নজর দেওয়া হবে।নারায়ণপুর অঞ্চলের সবসময় সকল মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।অন্যদিকে বেলুট রসুলপুর নবনির্বাচিত প্রধান তাপস বারি জানান,বেলুট রসুলপুর মূলত কৃষিপ্রধান এলাকা সেইজন্য এলাকার চষিরা যাতে কোন সমস্যায় না পড়ে সেই দিকে নজর দেবেন।সব মিলিয়ে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ স্বামীকে জেলাপরিষদের আসন ছেড়ে স্ত্রী হলেন প্রধান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here