নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০২০ সালে করোনা মহামারী পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে বারবার ঘুরে ফিরে এসেছে ‘আত্মনির্ভর’ শব্দটি। প্রধানমন্ত্রীর ভাষণে যে শব্দটি বারংবার শোনা গিয়েছে এবার সেই ‘আত্মনির্ভরতা’-কেই ২০২০ সালের বর্ষসেরা হিন্দি শব্দ হিসাবে বেছে নিল অক্সফোর্ড।
ভাষা বিশেষজ্ঞ কৃতিকা আগরওয়াল, পুনম নিগম সহায় এবং ইমোজেন ফক্সওয়েলকে নিয়ে গঠিত প্যানেল সেরার শব্দের মধ্যে ওই শব্দটিকেই বাছাই করেছে। মোদীর সৌজন্যে এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘আত্মনির্ভরতা’।
আরও পড়ুনঃ এনআরসি লাগু বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি- সংসদে জানাল কেন্দ্র
বহুল জনপ্রিয়তার কারণে ওই শব্দকেই বর্ষসেরা হিসেবে বেছে নিয়েছে অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজস। ২০১৭ সালে স্থান পেয়েছিল ‘আধার’ শব্দটি। ২০১৮ সালে ‘নারীশক্ত’ এবং ২০১৯ সালে অক্সফোর্ডের অভিধানে স্থান পায় ‘স্বাভিমান’ শব্দটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584