ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে ৬০জনের এর অধিক রোগীর।সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সদ্যোজাত বিভাগ এবং এনসেফেলাইটিস বিভাগের রোগীদের।এখন পর্যন্ত মৃত শিশুর সংখ্যা সত্তর ছুই ছুুই ।
বলা হচ্ছে ৬৭ লক্ষের বেশি বিল বাকি থাকায় সংশ্লিষ্ট সংস্থা নাকি অক্সিজেনের জোগান বন্ধ করে দেয়। তার জেরেই এই মর্মান্তিক ঘটনা।
তবে এই ঘটনার দায় কার তা নিয়ে উঠছে প্রশ্ন।
সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের এলাকায় এই ঘটনা ঘটেছে যেখান থেকে গত ২০ বছর ধরে লোকসভা ভোটে দাঁড়িয়ে জিতছেন যোগী।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অক্সিজেনের কোনও অভাব হয়নি। সেই কারণে শিশুরা মারা যায়নি।কেন এত শিশু হঠাৎ করে মৃত্যুর মুখে ঢলে পড়ল তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নোবেল জয়ী মানবাধিকার কর্মী কৈলাশ সত্যার্থী এই ঘটনাকে সরাসরি ‘হত্যাকান্ড’ বলে অভিহিত করেন।
তাই উঠছে প্রশ্ন-এ পৃথিবী শিশুর বাসযোগ্য কবে হয়ে উঠবে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584