অতনু হতে রাজি নয় মাদ্রাসা সার্ভিস কমিশন উত্তীর্ণ প্রার্থীরা-কাঁথি চলো’র ডাক

0
3848

নিউজফ্রন্ট,কোলকাতা:

পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় দীর্ঘ দিন নিয়োগ বন্ধ। হতাশায় দিন গুনছে মাদ্রসা সার্ভিস কমিশনের নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতি। কয়েক দিন আগেই সোনারপুরের তরতাজা যুবক অতনু মিস্ত্রি আত্মহত্যা করে বেকারত্বের অবসাদের চাপ না নিতে পেরে।

সেই অতনু মিস্ত্রি।

ঠিক একই ভাবে আজ হতাশায় দিন গুনছে এই চাকুরীপ্রার্থী অতনুর বন্ধুরা।কমিশন কোর্টের অযুহাত দেখিয়ে নিয়োগ বন্ধ রেখেছে।লিভগ্রান্টের ফলে কোর্টের অজুহাতকে মানতে নারাজ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ সফল পরীক্ষার্থীরা। তাদের সঙ্গে সহমত পোষণ করেছেন  শিক্ষা সংক্রান্ত   আইনজীবী এক্রামুল বারী।

ইতিমধ্যে মাদ্রাসা নিয়োগকে কেন্দ্রকরে ম্যানেজিং কমিটির দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত। এই অভিযোগের সত‍্যাতার ইঙ্গিত মেলে মেদিনীপুরের বাবু কর্মকার ও আবেদ আলীদের কথায়।আর এই দুর্নীতি ও স্বজন -পোষনের আখড়া নাকি মেদিনীপুরের কাঁথি শহর ও তার সংলগ্ন কয়েকটি মাদ্রাসার ম‍্যানেজিং কমিটি।

এই মাদ্রাসার ম‍্যানেজিং কমিটিই মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে লড়ছে।

তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ সফল পরীক্ষার্থীরা কাঁথি অভিযানের ডাক দিয়েছে আগামী ১৪ /০৮/২০১৭ তারিখ (সোমবার)।
তাদের দাবি বেকারত্বের হতাশার চরম বিস্ফোরণ ঘটতে চলেছে ঐ দিন  কাঁথি অভিযানের মাধ্যমে।

অন‍্যদিকে, কমিশন বাঁচাও মাদ্রাসা ফোরামের দাবি ঐদিনের অভিযানে কয়েক হাজার লোক হবে।তাদের আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন অন্যতম স্থানীয় সাংসদ শ্রী শিশির কুমার অধিকারী।তাদের দাবি সঠিক পথে কমিশনের মাধ্যমে যোগ্য শিক্ষক নিয়োগ হোক, মাদ্রাসা শিক্ষার মান বজায় থাকুক।

প্রসঙ্গত উল্লেখ্য, যে এই দূর্নীতির অভিযোগ শুধুমাত্র ম‍্যানেজিং কমিটির গুলোর উপরেই ওঠেনি।সংবাদ মাধ্যমে নাম প্রকাশিত হয়েছে বড় বড় আমলাদেরও। আজ প্রায় দশ হাজার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের চাকুরী প্রশ্নচিহ্নের মুখে। ফোরামের দাবি গত ১০তারিখ কোর্ট সরকারের অবস্থান জানাতে না পারায় উপস্থিত সরকারি উকিল  নাকি ভর্ৎসিত হন।মামলার ফাইনাল শুনানি আবার 03/10/2017 তারিখ থেকে শুরু । তাই প্রশ্ন উঠছে, যদি সত্যি সত্যিই কোন আমলা, অফিসার বা উকিল যদি দূর্নীতিতে যুক্ত থাকেন, আর ঐ সমস্ত শিক্ষক বা বেকার যুবক-যুবতিরা যদি কমিশনের জড়তার কারণে ভূক্তভোগী হয়, তাহলে  তখন কি সরকার দায় এড়িয়ে যেতে পারবে?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here