নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিশ্বে করোনা সংক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান ব্রাজিলের, এযাবৎ সেদেশে ২ লক্ষ ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের সংক্রমণও বাড়ছে ব্রাজিলে। তারই মধ্যে হাসপাতালগুলিতে অক্সিজেনের পরিমান কমছে হুহু করে।
পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে স্থানীয় গণমাধ্যমে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্কতা জারি করে বলেছেন, অক্সিজেনের স্বল্পতায় বহু মানুষের মৃত্যু হতে পারে।ফিওক্রুজ-আমাজোনিয়া সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ইনস্টিটিউটের গবেষক জেসাম ওরেলেনা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, মানাউসের কিছু হাসপাতালে অক্সিজেন সরবরাহ একেবারে শেষ হয়ে গেছে।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসের উৎস খুঁজতে উহান পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা
কিছু হাসপাতালে রোগীদের দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ম্যানুয়াল ভেন্টিলেশন ব্যবহার করে রোগীদের বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন।একজন মহিলা স্বাস্থ্যকর্মী এক ভিডিও বার্তায় সোশ্যাল মিডিয়াতে সাহায্যের আবেদন করেছেন। ওই ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, ‘হাসপাতালের একটি ইউনিটের অক্সিজেন শেষ হয়ে গেছে। কোনো অক্সিজেন নেই। যদি কারও কাছে অক্সিজেন থাকে, তাহলে ক্লিনিকে নিয়ে আসুন। অনেক মানুষ মারা যাচ্ছেন।”
আরও পড়ুনঃ স্পেনের তাপমাত্রা নামল হিমাঙ্কের ২৫ ডিগ্রি নিচে, তুষারপাতের জেরে মৃত্যু ৭ জনের
পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। বিমানবাহিনী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও স্ট্রেচার নিয়ে যাচ্ছে এমন একটি ছবিও টুইট করেছেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট।সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, মানাউস, আমাজোনাস এই শহরগুলি থেকে আইসিইউ রোগীদের অনেক ক্ষেত্রে বিমানে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584