ফারুক আহমেদ,কলকাতা:
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম এর চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন এবার পি. বি. সালিম। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের চেয়ারম্যান পদ থেকে সরে এসেছেন সাংসদ সুলতান আহমেদ।
পদটি খালি হওয়ায় বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক ও কর্মীবর্গ সংস্কার দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে ড. পি. বি. সালিমকে পশ্চিম বাংলার সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম এর চেয়ারম্যানের গুরু দায়িত্ব দেওয়া হয়।বর্তমানে ড. পি. বি. সালিম সাহেব সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পদে আসীন আছেন।

ইতিপূর্বে তিনি নদীয়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসকের দায়িত্ব সামলেছেন ।সমাজের সর্ব শ্রেণির মানুষের কল্যাণে ইতিপূর্বে অতি দক্ষতার সহিত তিনি কাজ করেছেন বলেই সবার জানা।

কাজের মানুষ হিসেবে পরিচিত পি.বি. সালিম এবারও দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবেন বলেই বিশিষ্ট মহলের ধারণা।তবে এবার এই নতুন ভূমিকায় তিনি কতটা দক্ষতার সঙ্গে সামলান সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584