নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরমের কটাক্ষ মোদী আর ট্রাম্পের তথাকথিত গভীর বন্ধুত্ব নিয়ে, “আরেকটা নমস্তে ট্রাম্প অনুষ্ঠান করবেন নাকি নরেন্দ্র মোদী?”
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরকে বন্ধু বলেই ডাকেন। বিভিন্ন সময় একে অপরকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রশংসায় ভরিয়ে দেন তাঁরা। সেই গভীর প্রশ্ন তুলে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Mr Donald Trump clubs India with China and Russia and accused the three countries of hiding the number of COVID deaths
He also accused the three countries for causing the most air pollution.
Will Mr Modi hold another ‘Namaste Trump!’ rally to honour his dear friend?
— P. Chidambaram (@PChidambaram_IN) October 1, 2020
আমেরিকায় আসন্ন প্রেডিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কসভায় ট্রাম্প বলে বসলেন, করোনায় মৃতের আসল সংখ্যা প্রকাশ করেনি ভারত। ট্রাম্পের এই মন্তব্যকে নিয়েই এবার তাঁর ‘বন্ধু’ মোদীকে খোঁচা দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম।
আরও পড়ুনঃ দিল্লিতে পৌঁছাল মোদীর অত্যাধুনিক নয়া বাহন
এদিন মোদীকে নিশানা করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী লিখেছেন, ” মি. ট্রাম্প চিন, রাশিয়ার সঙ্গে ভারতকে জুড়েছেন। অভিযোগ করেছেন, এই তিন দেশই করোনায় মৃত্যুর সংখ্যা গোপন করছে।
উনি আরও অভিযোগ করেছেন যে, এই তিন দেশেই বায়ুদূষণ সবথেকে বেশি। মি. মোদী কি প্রিয় বন্ধুর জন্য় আরেকটা নমস্তে ট্রাম্পের আয়োজন করবেন?”
আরও পড়ুনঃ হাথরাসের ওই তরুণী ধর্ষিত হয়নি! দাবি যোগী পুলিশের
করোনায় মৃত্যু নিয়ে বুধবার প্রথম বিতর্কসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ”যখন আপানারা সংখ্যা নিয়ে কথা বলছেন, আপনারা জানেন না, কতজন মানুষ প্রাণ হারিয়েছেন চিনে। আপনারা জানেন না, কতজনের মৃত্যু হয়েছে রাশিয়ায় ও ভারতে। তারা আসল পরিসংখ্যান প্রকাশ করেনি।“
এদিকে, ট্রাম্প-মোদীর বন্ধুত্ব সর্বজনবিদিত। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মোদীর দেশকে নিয়ে ট্রাম্পের এমন অসম্মানজনক মন্তব্যকে হাতিয়ার করে মোদিকে বিঁধলেন চিদাম্বরম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584