নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দাসপুরে ধান বোঝাই ডিসিএম উলটে বিপত্তি। দুর্ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সড়বেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েত এলাকার সৈয়দপুরে।আজ দুপুর ৩ টা নাগাদ ধান বোঝাই একটি ডিসিএম নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে।গাড়িটির চালক ও খালাসীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও ধান সমেত ডিসিএম ওই পুকুরে ডুবে যায়।
স্থানীয় বাসিন্দা সুব্রত মাউর জানান,গদাইপুরের দিক থেকে ধান বোঝাই করে গাড়িটি কলোড়ার দিকে যাচ্ছিল।যাওয়ার পথেই সৈয়দপুরের সামন্ত পাড়ায় সতীশ সামন্তের বাড়ির সামনের পুকুরে ডিসিএমটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে। স্থানীয়দের ধারণা ওই রাস্তার কাজ চলার ফলে ইতস্ততভাবে চিপস,বালি স্তূপাকারে বা ছড়িয়ে ছিটিয়ে আছে।সেই থেকেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়েছে।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু,আহত আরও এক
ঘটনার আকস্মিকতায় গাড়ির চালক ও খালাসী বাকরুদ্ধ।আজ সন্ধ্যেতে ডিসিএমটিকে ক্রেন ও জেসিবির সাহায্যে ওই পুকুর থেকে তোলা সম্ভব হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584