মনিরুল হক,মাথাভাঙ্গাঃ
পুলিসি প্রহরায় কৃষক মান্ডিতে ধান কেনা শুরু হল মাথাভঙ্গায়।আজ থেকে মাথাভঙ্গা ১নং ব্লকের সিতাই মোড়ে থাকা কৃষি মান্ডিতে সরকারী ভাবে ধান কেনা শুরু হল। এদিন ধান বিক্রির পর কৃষকদের হাতে টাকার চেক তুলে দেওয়া হয়।
এদিন ওই কৃষক মান্ডিতে ধান কেনা শুরুর সময় উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও অলোক রঞ্জন বসাক,কৃষি দফতরের আধিকারিক আসিত বিশ্বাস,পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষ্য বসন্ত বর্মন সহ আরও অনেকে।পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষ বসন্ত বর্মন বলেন,আজ থেকে মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির কৃষাণ মান্ডিতে চেকের মাধ্যমে ধান কেনা শুরু হল। যেসব কৃষক তাঁদের উৎপাদিত ধান নিয়ে এসেছেন।তাঁদের হাতে টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
পুলিশি প্রহরায় ধান কেনা হচ্ছে এই প্রসঙ্গে তিনি বলেন, এখানে প্রচুর ধান রয়েছে। সেজন্য নিরাপত্তার কারণে পুলিশ রয়েছে।
আরও পড়ুনঃ শ্রমিক সংগঠনের বনধের সমর্থনে পথে নামল সারা ভারত বীমা কর্মচারী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584