প্রয়াত পদ্মভূষণে ভূষিত সংগীত শিল্পী পন্ডিত রাজন মিশ্র

0
94

ওয়েব ডেস্ক নিউজ ফ্রন্টঃ

ছবি সৌজন্যে-অমর উজালা

খ্যাতনামা ধ্রুপদী সঙ্গীত শিল্পী পণ্ডিত রাজন মিশ্রের জীবনাবসান। হৃদযন্ত্রের সমস্যা ও করোনা সংক্রমণ নিয়ে দিল্লির সেন্ট স্টিফেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পদ্মভূষণ সম্মানে সম্মানিত বর্ষীয়ান খেয়াল গায়ক। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৭০ বছর।

বেনারস ঘরানার সংগীত শিল্পী পন্ডিত রাজন মিশ্রর ভাই পণ্ডিত সজন মিশ্রও প্রসিদ্ধ সংগীত শিল্পী। জুটি বেঁধেই সংগীত পরিবেশন করতেন তাঁরা। শুধু দেশে নয় , সারা বিশ্বের দরবারেই স্বীকৃত হয়েছে তাঁদের সংগীত প্রতিভা। পন্ডিত রাজন মিশ্রের প্রয়াণে টুইটারে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘ধ্রুপদী সংগীতের জগতে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা পণ্ডিত রাজন মিশ্রজির প্রয়াণে অত্যন্ত শোকার্ত। বেনারস ঘরানার সঙ্গে জড়িয়ে থাকা মিশ্রজির বিদায় শিল্প ও সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে ওঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’’ বর্ষীয়ান শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন বিখ্যাত গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি ও সুরকার সেলিম মার্চেন্ট সহ সংগীত জগতের অনেক বিখ্যাত ব্যক্তিত্ব।

১৯৫১ সালে বেনারসেই জন্ম পন্ডিত রাজন মিশ্রর। দুই ভাইয়ের সংগীতের তালিম বাবা হনুমান প্রসাদ মিশ্রর কাছে। পরবর্তী সময়ে তাঁদের ঠাকুরদার ভাই বড়ে রাম দাসজি মিশ্র ও তাঁদের কাকা গোপাল প্রসাদ মিশ্রের কাছেও তালিম নেন তাঁরা। পদ্মভূষণ সম্মান ছাড়াও তাঁরা পেয়েছেন সংগীত নাটক আকাদেমি পুরস্কার ও গন্দর্ভ জাতীয় পুরস্কার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here