পাহাড়িপুর বালিকা বিদ্যালয়ে দুদিনের ছড়া ও কবিতার কর্মশালা ও প্রাক্তনী পুনর্মিলন উৎসব

0
81

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

নানা কর্মসূচির মধ্য দিয়ে মেদিনীপুর শহরে অবস্থিত পাহাড়িপুর বালিকা বিদ্যালয় তাদের গৌরবময় ১২৫ বর্ষ উদযাপন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কবিতা ও ছড়ার কর্মশালা। কর্মশালায় সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী খাঁড়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী লেখিকা রোশেনারা খান, বিশিষ্ট ছড়াকার,সুসাথী পত্রিকার সম্পাদক প্রদীপ দেব বর্মন, সাহিত্যিক ও প্রধান শিক্ষক বিনোদ মন্ডল,কবি, চিত্রশিল্পী,জ্বলদর্চি পত্রিকার সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী।

school reunion
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বেলদায় মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে ভারতের স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের ভূমিকা নিয়ে আলোচনা সভা

কর্মশালায় বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। অন্যদিকে রবিবার অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রাক্তনীর পুর্নমিলন উৎসব। উপস্থিত ছিলেন রুবি চক্রবর্তী, সুজাতা ভট্টাচার্য, বন্দনা পাল,আত্রেয়ী দত্ত সহ বহু বিশিষ্ট প্রাক্তনীরা। এছাড়াও ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা অনিতা মাল, প্রধান শিক্ষক রাধারানী খাঁড়া সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here