নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
নবীন পরিচালক সত্যজিৎ দাস বানিয়েছেন ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। বহু ফেস্টিভ্যাল ঘুরে, প্রশংসা অর্জন করে অবশেষে এই শহরে মুক্তি পেল এই ছবি।
বিভিন্ন ক্ষেত্রে পুরষ্কৃত হয়েছে ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। কখনও পরিচালক তো কখনও মূল চরিত্রাভিনেতা রাশেদ রহমান।
একইভাবে এই শহরও সাদরে গ্রহণ করল সত্যজিতের ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’।
প্রিমিয়ারে হাজির ছিলেন পরিচালক সত্যজিৎ দাস, রাশেদ রহমান সহ ছবির সঙ্গে জড়িত সকল কলাকুশলী।
বিষয়ভাবনার অনন্যতায় উজ্জ্বল এই ছবি৷ দর্শককে কিছুক্ষণের জন্য হলেও ভাবাবে এই ছবি৷
প্রসঙ্গত, আজকাল স্বাধীন ছবির অফুরান ভাণ্ডার বাংলায়। কিছু ছবি দর্শক মন জয় করে নিতে সক্ষম, কিছু অক্ষম।
‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’ সেদিক থেকে দেখতে গেলে সক্ষম হয়েছে। এহেন ভাবনাপ্রসূত ছবি বাংলায় এর আগে হয়নি।
সত্যজিতের আগামী ছবিও দর্শকের সেন্টিমেন্টের সঙ্গে জড়িয়ে। পরিচালক বানাচ্ছেন ‘আবার অপু ও দুর্গা’র গল্প’। সেখানেও দর্শক নিজেদের আশা মেটাতে পারবেন বলে আশা করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584