মায়ের খোঁজে ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’, সাড়া জাগিয়ে অতিবাহিত ২৫ দিন

0
239

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

painting in the dark | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

সগৌরবে ২৫ দিন পার করল পরিচালক সত্যজিৎ দাসের ছবি ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। মা-ছেলের সম্পর্কের পাশাপাশি এই ছবির আরেক রসদ এক অন্ধ চিত্রকরের জীবননামা এবং নিজের মাকে খুঁজে ফেরা।

movie | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

পরিচালক সত্যজিৎ দাসের এটি প্রথম বড় পর্দার ছবি৷ মুখ্য ভূমিকায় রাশেদ রহমান। বহু ফেস্টিভ্যালে ঘুরে তারপর কলকাতায় মুক্তি পেল এই ছবি৷ ফলে, ছবি ঘিরে আশার পারদ চড়া হবে তা বলাই বাহুল্য।

Painting in the dark team | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

আশাহত হল না টিম ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। এই ছবি বেশ ভালো রকমের সাড়া ফেলেছে দর্শকমহলে। এরকম বিষয় নিয়ে এর আগে কাজ হয়নি বাংলায়।

team of painting the dark | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

আরও পড়ুনঃ ‘এপ্রিল ফার্স্ট’এই মিলবে চার গল্প

সগৌরবে ২৫ দিন পার করায় খুশির হাওয়া বইছে সত্যজিৎ এবং তাঁর দলের মধ্যে। খুশি অন্যের সঙ্গে ভাগ করে নিতে কেক কাটা হল টিমের তরফে।

poster | newsfront.co
ছবিঃ প্রকাশ পাইন

হাজির ছিলেন ছবির প্রায় সকল কলাকুশলী। খুশির মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করলেন প্রকাশ পাইন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here