নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
সগৌরবে ২৫ দিন পার করল পরিচালক সত্যজিৎ দাসের ছবি ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। মা-ছেলের সম্পর্কের পাশাপাশি এই ছবির আরেক রসদ এক অন্ধ চিত্রকরের জীবননামা এবং নিজের মাকে খুঁজে ফেরা।
পরিচালক সত্যজিৎ দাসের এটি প্রথম বড় পর্দার ছবি৷ মুখ্য ভূমিকায় রাশেদ রহমান। বহু ফেস্টিভ্যালে ঘুরে তারপর কলকাতায় মুক্তি পেল এই ছবি৷ ফলে, ছবি ঘিরে আশার পারদ চড়া হবে তা বলাই বাহুল্য।
আশাহত হল না টিম ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’। এই ছবি বেশ ভালো রকমের সাড়া ফেলেছে দর্শকমহলে। এরকম বিষয় নিয়ে এর আগে কাজ হয়নি বাংলায়।
আরও পড়ুনঃ ‘এপ্রিল ফার্স্ট’এই মিলবে চার গল্প
সগৌরবে ২৫ দিন পার করায় খুশির হাওয়া বইছে সত্যজিৎ এবং তাঁর দলের মধ্যে। খুশি অন্যের সঙ্গে ভাগ করে নিতে কেক কাটা হল টিমের তরফে।
হাজির ছিলেন ছবির প্রায় সকল কলাকুশলী। খুশির মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করলেন প্রকাশ পাইন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584