মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে মুক্তি পাক সুপ্রিমকোর্টের

0
55

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দক্ষিণ এশিয়ায় দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ওমার শেখকে মুক্তি দিল পাকিস্তান সুপ্রিম কোর্ট।

Omar Saeed | newsfront.co
ওমার শেখ। ফাইল চিত্র

ব্রিটিশ বংশোদ্ভূত এই কুখ্যাত জঙ্গীর বিরুদ্ধে আমেরিকান সাংবাদিকের শিরশ্ছেদ করার অপরাধে ২০০২ সালে মামলা হয় করাচিতে। এই মামলায় তাঁকে মুক্তি দিলো পাকিস্তানের শীর্ষ আদালত। সিন্ধ প্রদেশের প্রশাসনের আবেদন খারিজ করে দেয় আদালত।

দক্ষিণ এশিয়ায় দ্য ওয়াল স্ট্রিট জার্নালের ব্যুরো চিফ ৩৮ বছরের ড্যানিয়েল পার্লকে ২০০২ সালে অপহরণ করে মুণ্ডচ্ছেদ করে আল-কায়দা জঙ্গি গোষ্ঠী। নৃশংস হত্যা কান্ডে মূল অভিযুক্ত ছিল ওমর শেখ। এদিন সংক্ষিপ্ত শুনানিতে রায়দান করেন তিন বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুনঃ দেশজুড়ে সতর্কতা জারি মার্কিন যুক্তরাষ্ট্রে, আশঙ্কা আভ্যন্তরীণ হামলার

বিচারপতি মুশির আলমের নেতৃত্বাধীন বেঞ্চ মূল অভিযুক্তকে মুক্তি দেওয়ার পক্ষে রায় দেয়। ১৯৯৯ সালে কান্দাহারে বিমান অপহরণ কাণ্ডে জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহার ও মুস্তাক আহমেদ জারগারকে পণবন্দিদের মুক্তির বিনিময়ে ছেড়ে দেয় ভারত সরকার। তার তিন বছর পরই ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ড হয়। পাকিস্তানে আইএসআই ও আল-কায়দার যোগসূত্র নিয়ে তদন্তমূলক খবর করার জন্য পার্লকে অপহরণ এবং মুণ্ডচ্ছেদ করা হয়।

আরও পড়ুনঃ কারফিউ ঘিরে ভয়াবহ দাঙ্গা নেদারল্যান্ডসে

গত বছর এপ্রিলে সিন্ধ হাইকোর্ট ওমার শেখের মৃত্যুদণ্ড খারিজ করে সাত বছরের কারাদণ্ড দেয়। বাকি অভিযুক্তদের বেকসুর খালাস করা হয়। এর পরেই ড্যানিয়েল পার্লের পরিবার সিন্ধ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করে। এরপর পাকিস্তানের ওপর পার্লের হত্যার বিচারের দাবিতে চাপ বাড়াতে শুরু করে আমেরিকা। গত ডিসেম্বরেই ওমার শেখকে হেফাজতে নিতে চেয়ে আবেদন করেছিল ওয়াশিংটন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here