দেশজুড়ে সতর্কতা জারি মার্কিন যুক্তরাষ্ট্রে, আশঙ্কা আভ্যন্তরীণ হামলার

0
85

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বহিঃশত্রুর আক্রমণ নয়, অভ্যন্তরীণ হামলার আশংকায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বুধবার দেশজুড়ে সতকর্তা জারির বুলেটিন প্রকাশ করে। বুলেটিনে বলা হয়েছে, আগামী সপ্তাহজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।

US terror alert | newsfront.co

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ নির্বাচনে পরাজিত হলেও তিনি বা তার সমর্থকদের একটি বড় অংশ সে ফলাফল মেনে নেননি। গত ৬ জানুয়ারি ট্রাম্পের উগ্র সমর্থকরা মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা চালায়। এই ঘটনার পর নব নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনের শপথ ঘিরে কঠোর নিরাপত্তা আরোপ করা হয় দেশজুড়ে।

আরও পড়ুনঃ কারফিউ ঘিরে ভয়াবহ দাঙ্গা নেদারল্যান্ডসে

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দেশের মানুষকে এক হওয়ার আবেদন জানালেও অভিবাসন বিরোধী উগ্রবাদী শ্বেতাঙ্গরা এখনও তাকে প্রেসিডেন্ট হিসেবেই মেনে নিতে নারাজ। এই পরিস্থিতিতে বিডেন প্রশাসন, ফেডারেল ও অঙ্গরাজ্যের বিভিন্ন বিভাগ এবং পুলিশকে লক্ষ্য করে এরা সংগঠিত হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে।

ঠিক কী ধরনের ঘটনা ঘটতে পারে তা স্পষ্ট করেনি নিরাপত্তা বাহিনী। বলা হয়েছে, নির্বাচনের পর থেকে বেশ কিছু চরমপন্থী গোষ্ঠী হামলার পরিকল্পনা করছে।

আরও পড়ুনঃ বিডেন প্রশাসনের সাথে ফোনালাপ রাজনাথ-দোভালের

ক্যাপিটলের ঘটনায়ও তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। বস্তুত, ক্যাপিটলের ঘটনার পরেই দেশ জুড়ে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়। সম্ভবত সেই কারণেই শপথগ্রহণ অনুষ্ঠানের দিন তারা বড় কোনো অঘটন ঘটাতে পারেনি বলে মনে করা হচ্ছে। কিন্তু এখনও তারা বিভিন্ন পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। তবে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম নিরাপত্তাবাহিনী জানাতে রাজি হয়নি।

হোমল্যান্ড সিকিওরিটির কর্মকর্তারা জানান, ৫০টি রাজ্যেই পুলিশকে সতর্ক করা হয়েছে। চরমপন্থী একাধিক গোষ্ঠীর কার্যকলাপে নজরদারির নির্দেশ জারি হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here