বালুরঘাটে স্কুল শিক্ষা দফতরের উদ্যোগে লোকনৃত্য প্রতিযোগিতা

0
123

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

রাজ্য সরকার রাজ্যের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন শিল্প সংস্কৃতির প্রসার ঘটাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এবার জেলার ছাত্রছাত্রীদের মধ্যে লোকনৃত্যের প্রসার ঘটাতে অষ্টম ও নবম শ্রেনী শিক্ষার্থীদের নিয়ে লোকনৃত্য প্রতিযোগিতার আয়োজন করল জেলা স্কুল শিক্ষা দপ্তর।

folk dance competition at balurghat | newsfront.co
নিজস্ব চিত্র

আজকের এই অনুষ্ঠানটি বালুরঘাটে মন্মথ নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন ব্লকের দশটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করে। এই অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ডিএলএইড কলেজ গুলির ছাত্র ছাত্রীরা দর্শকের আসনে ছিলো অভিনব ভাবে তারা প্রতিটি পারফরম্যান্সের পর প্রতিযোগীদের কাছে সেই পারফরম্যান্স সম্পর্কে প্রশ্ন করছিল এবং প্রতিযোগীরাও তাদের সেই প্রশ্নের সাবলীলভাবে জবাব দিচ্ছিলো।

আরও পড়ুনঃ সাইবার সচেতনতা প্রসারে টিফিন টাইমে শিক্ষকের ভূমিকায় ওসি

জানা গেছে, এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধীকারী স্কুল রাজ্য স্তরের প্রতিযোগীতায় অংশ গ্রহন করবে। লোকনৃত্যের প্রসারে জেলা স্কুল শিক্ষা দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী প্রত্যেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here