পাকিস্তান আদালতের নির্দেশে লাকভির পনেরো বছরের কারাদণ্ড

0
61

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২৬/১১ মুম্বই মামলার মূলচক্রী লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার জাকিউর রহমান লাকভিকে গ্রেপ্তার করে ইমরান খানের সরকার। সন্ত্রাসবাদী কাজকর্মে আর্থিক মদত দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। শুক্রবার সেই মামলায় দোষী সাব্যস্ত করে কুখ্যাত ওই জঙ্গিকে ১৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্তানের একটি আদালত।

zaki ur rehman lakhvi | newsfront.co
জাকিউর রহমান লাকভি। ফাইল চিত্র

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান অধিকৃত পাঞ্জাবের সন্ত্রাসদমন দপ্তর জাকিউর রহমান লাকভির বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগে মামলা করেছিল। অভিযোগ ছিল সন্ত্রাসের জন্য গঠিত তহবিলের অর্থে জঙ্গিদের জন্য স্বাস্থ্য কেন্দ্র চালানোর। ওই মামলার ভিত্তিতে গত ২ জানুয়ারি লাহোর থেকে লাকভিকে গ্রেপ্তার করে পুলিশ। তার ঠিক ৬ দিনের মধ্যেই ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার মূলচক্রী জাকিউর রহমান লাকভিকে ১৫ বছর কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

আরও পড়ুনঃ উড়ো চিঠিতে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি

২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার মূল পরিকল্পনা করেছিল লাকভিই। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেয় রাষ্ট্রসঙ্ঘ। তাকে অর্থ সাহায্য করার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ কমিটির কাছে আরজি জানিয়েছিল পাক সরকার। তা মেনে নেয় ১২৬৭ স্যাংশান কমিটি। খাবার, ওষুধ, আইনজীবী, পরিবহণ ও অন্যান্য খরচ বাবদ লাকভিকে মাসিক দেড় লক্ষ পাকিস্তানি টাকা দেওয়ার অনুমতিও দেওয়া হয়। ভারত এই সিদ্ধান্তের কড়া নিন্দা করেছিল। পাকিস্তান লাকভির ‘পকেট মানি’-র আবেদন করেছে বলে কটাক্ষ করে ভারত।

এর আগে ছ’বছর জেলে থাকার পরে গত ২০১৫ সালের এপ্রিল মাসে মুক্তি পায় লস্করের সেকেন্ড ইন কমান্ড জাকিউর রহমান লাকভি। তারপর থেকেই নানা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here