নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউ-এ বিপর্যস্ত ভারত। প্রতিদিন সকালে আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে, অক্সিজেনের আকাল দেশ জুড়ে। এহেন বিপদের সময় সব শত্রুতা ভুলে ভারতীয়দের পাশে থাকার বার্তা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের।
শনিবার একটি টুইট করে করোনার বিরুদ্ধে লড়াই চালানো ভারতীয় জনগণকে সংহতি জানিয়েছেন ইমরান। আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। তিনি লিখেছেন বিশ্বজুড়ে এই লড়াই মানবতার স্বার্থে সকলকে একসাথে লড়তে হবে। করোনা পরিস্থিতি সামলাতে বিপর্যস্ত হয়েছে পাকিস্তানও, তাই প্রতিবেশী দেশগুলির পাশে থাকার বার্তা, এমনটাও মনে করছেন অনেকে।
তবে ইমরানের এই বার্তায় কিছুই পাল্টায়নি কাশ্মীর সীমান্তে, আজও আন্তর্জাতিক সীমার অন্যদিকে থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে পাক ড্রোন।শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে ইমরান লেখেন, “ভারতে কোভিড-১৯ সেকেন্ড ওয়েভের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই চালানো ভারতের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। প্রতিবেশী দেশে ও বিশ্বে যেখানে যাঁরা এই অতিমারীতে আক্রান্ত, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। মানবসভ্যতার খাতিরে এই বিশ্বব্যাপী চ্যালেঞ্জকে একসঙ্গে মোকাবিলা করতে হবে।”
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৪৬ হাজার, মৃত্যু বেড়ে ২,৬২৪
বলে রাখা ভাল, জন্মলগ্ন থেকেই ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছে পাকিস্তান। তবে মহামারীর তাণ্ডবে কার্যত বেকায়দায় ইসলামাবাদ। অবশেষে শত্রুতা ভুলে বিপদের দিনে পড়শিদের পাশে পাওয়ার চেষ্টা করছেন ইমরান খান। যদিও তাঁর এই বার্তায় কাশ্মীর সীমান্তে পরিস্থিতি পালটায়নি। এদিন সকালেও আন্তর্জাতিক সীমান্তের অন্য দিক থেকে ভারতের জমিতে অনুপ্রবেশের চেষ্টা করে পাক ড্রোন।
ইতিমধ্যে ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন লক্ষ। মৃত্যুর সংখ্যা পেরিয়েছে আড়াই হাজার। ভয়াবহ এই পরিস্থিতিতে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন সহ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584