নিউজিল্যান্ডকে সহজে হারিয়ে ফাইনালে পাকিস্তান

0
46

কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:

শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ সেমিফাইনাল পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিতে হলো নিউজিল্যান্ডকে। ১৯৯২ ১৯৯৯ ২০০৭ ও ২০২২ এ কিছু পরিবর্তন হলো না নিউজিল্যান্ডের কাছে ফলাফল একই থেকে গেল। বুধবার অধিনায়ক সং ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে অধিনায়ক কেন্ ৪৩ এবং ডায়াল মিচেল ৫৩ রানের ঝকঝকে ইনিংসের সুবাদে লড়াই করার জায়গা পৌঁছয় ম্যাচের প্রথম ওভারে শাহিনশা আফ্রিদি ফিন এলেনকে ফিরিয়ে দেন দলের আটত্রিশ রানের মাথায় কনওয়ে(২১) ও এই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের একমাত্র শতকারী ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে ৪৯ রানের মাথায় হারিয়ে চাপে পড়ে যায় কিউরা।

এমতাবস্থায় দলের হাল ধরেন অধিনায় কেন উইলিয়ামসন (৪৬) ও ডারেল মিচেল শেষ পর্যন্ত ৫৩ রানে অপরাজিত থাকেন মাত্র ৩৫ বল খেলে। পাকিস্তানের শাহেনশা আফ্রীদি দুটি উইকেট নেন ২৪ রান দিয়ে। ১৫৩ রানে পাকিস্তান ব্যাট করতে নিবি অফ ফর্মে থাকা অধিনায়ক বাবর আজম ও মোঃ রেজওয়ান প্রথম জুটিতে ১০৫ তুলে ম্যাচের ফলাফল নিজেদের অনুকূলে করে নেয় বাকিটা নিয়ম রক্ষা ম্যাচে পরিণত হয়। অধিনায় বাবর আজম( ৫৩) ও মোঃ রিজওয়ান( ৫৭) রান করেন। নবাগত মোঃ হারিস ৩০রান করেন। পাকিস্তান পাঁচ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে জয়লক্ষ্যে পৌঁছে যায় এবং মেলবোর্নে ফাইনালে জায়গা পাকা করে নেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here