ওয়েবডেস্কঃ
রাজস্থানের জয়পুর সেন্ট্রাল জেলে এক পাকিস্তানি বন্দিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল সহ বন্দীদের বিরুদ্ধে। মৃত্যুর কারণ পুরোটা স্পষ্ট না হলেও জানা গেছে যে টিভি ভলিউমকে কেন্দ্র করে বসসার জেরেই ৫০ বছরের শাকির উল্লার মৃত্যু হয়।
আনল্যফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট অনুযায়ী ২০১১ সালে শিয়ালকোটের বাসিন্দা শাকির উল্লাহকে গ্রেপ্তার করা হয়। আট বছর জেলে কাটানোর পর ২০১৭ সালে তার কুড়ি বছরের সাজা ঘোষণা হয়।
সূত্র মারফত জানা গেছে যে চার বন্দি মিলে টিভি দেখার সময় তাদের মধ্যে বচসা বাধে। বচসা হাতাহাতিতে রূপান্তরিত হলে বাকি তিন সহ বন্দি শাকির উল্লার মাথা মেঝের পাথরে ঠুকে দেয় বলে জয়পুরের অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম) জানিয়েছেন। যদিও সেই সময় কোন পুলিশ কর্মী টহলরত ছিলেন কি না জানা যায়নি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে যে জুডিশিয়াল সুপারভিশনে জেলের মধ্যেই তার পোস্টমর্টেম করা হবে।
(ছবি সৌজন্যে-khaskhabar.com)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584