‘স্পেশাল মেনশন ডেবিউ ডিরেক্টর’-এর সম্মান পেলেন পলাশ দে

0
189

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাংলাদেশে আয়োজিত ‘সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’-তে সম্মানিত ভারতীয় ছবি ‘অসুখওয়ালা: দ্য পেইন হকার’।

Palash Dey | newsfront.co
পলাশ দে, পরিচালক

‘স্পেশাল মেনশন ডেবিউ ডিরেক্টর’-এর সম্মান পেলেন ‘অসুখওয়ালা’ থুড়ি ‘অসুখওয়ালা’র পরিচালক পলাশ দে৷
স্নেহা চ্যাটার্জি, সায়ন ঘোষ রয়েছেন ছবিতে মুখ্য দুই চরিত্রে। তবে, এই ছবির কেন্দ্রীয় চরিত্র ওষুধ। ওষুধ এখানে কথা বলে ওষুধের দোকানের মালিক রুদ্রর সঙ্গে। এই রুদ্রর ভূমিকাতেই সায়ন। আর তাঁর স্ত্রীর চরিত্রে স্নেহা চ্যাটার্জি।

Cinemaking International Film Festival2020 | newsfront.co

এবার গল্পটা একটু ঝালিয়ে নেওয়া যাক। হুগলির সিঙ্গুরের এক বহু পুরনো ওষুধের দোকানের মালিক রুদ্র। তার দোকানে প্রেস্ক্রিপশন হাতে নিয়ে কোনও রোগী আসে না তেমন। বরং আসে সেই সব রোগীরা যারা হাঁচলে, কাশলে, মাথা-বুকের যন্ত্রণা এবং আরও নানাবিধ রোগ দেখা দিলে দোকানে এসে দোকানদারের কাছেই ওষুধ চায়।

Cinemaking International Film Festival2020 | newsfront.co

এরা সহজে ডাক্তারের কাছে যায় না। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিতে আপত্তি থাকলেও ব্যবসার তাগিদে রুদ্রকে দিতে হয় ওষুধ। সেই যেন ডাক্তার। সবার সব রোগের চিকিৎসা তাকেই করতে হয়। আবার ওষুধে দুদিনের মধ্যে কাজ না হলেই এসে তার উপর চড়াও হয় ক্রেতা-মহল। ওষুধে কাজ হয়নি অতএব দোষ দোকানদের। মূলতঃ এই গল্পকে কেন্দ্র করেই পলাশ দে’র ‘অসুখওয়ালা : দ্য পেইন হকার’। এছাড়াও গল্পে রয়েছে সন্তানহীনতার মতো যন্ত্রণার একটি দিক৷

আরও পড়ুনঃ বর্ষশেষের সপ্তাহে ‘রান্নাবান্না’য় পার্ক স্ট্রিট স্পেশাল রান্না

Film festival trouphy | newsfront.co

রুদ্রর চরিত্রে সায়ন এখানে একেবারে অন্যরকম। এভাবে তাঁকে কেউ আগে দেখেনি কখনও৷ আর রুদ্রর স্ত্রী’র চরিত্রে স্নেহা চট্টোপাধ্যায় ছাড়াও আছেন অমিত সাহা। সিনেমাটগ্রাফি করেছেন অমর দত্ত। ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর করেছেন ময়ূখ- মৈনাক।

আরও পড়ুনঃ জিনিয়ার লেখনীতে সারোগেট সিঙ্গল ফাদার

সম্পাদনায় সংলাপ ভৌমিক। উৎপল পাল প্রযোজিত ‘অসুখওয়ালা : দ্য পেইন হকার’-এর দেশের বাইরে এহেন সম্মানপ্রাপ্তি দেশের মর্যাদা বাড়ায় তা বলাই বাহুল্য৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here