মুর্শিদাবাদ সাহস উৎসবে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেলো “পলাশীর ষড়যন্ত্র ” সিনেমা

0
94

জৈদুল সেখ, বহরমপুর:

মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্রসদনে সাহস উৎসবের শুভ উদ্বোধন হলো বুধবার। উদ্বোধন করেন ভারত সরকারের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি দফতরের ডিরেক্টর গৌরী বসু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং বিভিন্ন সাহিত্যিক নাট্যব্যক্তিত্ব। এই সাহস উৎসব আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।

Exhibition
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলার কৃতী সন্তান গবেষক প্রখ্যাত চিত্র নাট্যকার পরিচালক মুজিবুর রহমান এর “পলাশীর ষড়যন্ত্র” শুভ উদ্বোধন হয় এই সাহস উৎসবে। তাছাড়া এই সাহস উৎসব নাটক, নৃত্য, কবিতা আলেখ্য, বিভিন্ন আলোচনা রয়েছে।

Adhir Chowdhury
নিজস্ব চিত্র

পলাশীর ষড়যন্ত্র সিনেমা সম্পর্কে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, ” ইতিহাসের সত্য ঘটনা তুলে ধরার আপ প্রাণ চেষ্টা করা হয়েছে। বাংলাকে নিয়ে ষড়যন্ত্র কারী মির্জাফরের মুখোশ খুলে দেওয়া হয়েছে আরও একবার।”

ভারত সরকারের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি দফতরের ডিরেক্টর গৌরী বসু বলেন, “পলাশী নিয়ে অনেকদিন ধরেই ভাবছিল, ওর মধ্যে জেদ, সাহসিকতা সফল করেছে। মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করেছে।”

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ এবারের মাধ্যমিক পরীক্ষা হবে অফলাইনে নির্দিষ্ট সেন্টারে, জানালেন পর্ষদের চেয়ারম্যান

উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম শক্তিপুরের কৃষিজীবি পরিবারের সন্তান মুজিবুর। স্কুলের গন্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য কলকাতায় আশা। দুচোখে স্বপ্ন ছিল ব্যতিক্রমী হবার। তারপর পরিবারের বাঁধানিষেধ অমান্য করে মুম্বাই। ধীরে ধীরে ক্লাপ বয় থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। পলাশীর ষড়যন্ত্র ছাড়াও মুজিবুর রহমানের জালিয়ানওয়ালাবাগ, নজরুল চলচিত্র দেখানো হবে এই উৎসবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here