নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মরণাপন্ন ক্যান্সার রোগীদের বাড়ির পরিবেশে চিকিৎসা ও থাকার পরিকল্পনা করছে এনআরএস। এই প্রথম বাংলার সরকারি ক্ষেত্রে প্যালিয়েটিভ ওয়ার্ড চালু হবে। এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে হবে ৩০ টি শয্যার এই প্যালিয়েটিভ ওয়ার্ড।

হাসপাতাল সূত্রে এই খবর জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এখানকার লিনিয়ার অ্যাক্সিলেটর (লাইন্যাক) বাড়ির পাঁচ তলায় হবে এই ওয়ার্ড। অন্তিম পর্যায়ে ক্যান্সার রোগীদের বিনোদন ও অবসর যাপনের জন্য টিভি এবং অন্য সুযোগ সুবিধা থাকবে।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টা ধরে পরীক্ষা নেওয়া যাবে না, কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল ইউজিসি
বিভাগীয় প্রধান ডাঃ শ্রীকৃষ্ণ মন্ডল বলেন, বহুদিনের পরিকল্পনা এবার বাস্তবায়িত হলে বহু গরিব ও মধ্যবিত্ত ক্যান্সার রোগী উপকৃত হবেন। বর্তমানে লাইন্যাক বাড়ির একতলায় রয়েছে মেশিনটি, দোতলায় রয়েছে প্ল্যানিং রুম, তিনতলায় ব্র্যাকিথেরাপি মেশিন ও চারতলায় মহিলাদের ওয়ার্ড রয়েছে। এবার এই প্যালিয়েটিভ কেয়ার ওয়ার্ড হবে পাঁচ তলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584