নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
সিমলাপালে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ‘তাল উৎসবে’র সূচনা করেন বিডিও রথীন্দ্রনাথ অধিকারী।সোমবার সিমলাপাল ডেভেলপমেন্ট সোসাইটি নামে ঐ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাল উৎসবে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা তাদের হাতে তৈরী তালের বিভিন্ন ধরণের পিঠের পসরা নিয়ে হাজির হয়েছিলেন।
মাত্র ঘন্টা দু’য়ের মধ্যেই তাদের কয়েক হাজার টাকার তালের পিঠে বিক্রি হয়ে গেছে বলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা জানালেন।
অভিনব ‘তাল উৎসব’ উপলক্ষ্যে সিমলাপাল স্কুল মোড়ে অসংখ্য মানুষ জমায়েত হয়েছিলেন।স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তাল পিঠের স্টল থেকে মানুষ লাইন দিয়ে এদিন পিঠে কিনেছেন।
উদ্যোক্তা সিমলাপাল ডেভেলপমেন্ট সোসাইটি,উপস্থিত সাধারণ মানুষের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও খুশি এই ধরণের উদ্যোগে।
আরও পড়ুনঃ নীলবসনা দুর্গার ব্যতিক্রমী ঠিকানা চিল্কিগড়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584