নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা ভাইরাসের জেরে মাথায় হাত আলিপুরদুয়ার শহরের নোনাই পাড় পালপাড়ার মৃৎশিল্পীদের। বাসন্তী সহ অন্যান্য প্রতিমার একাধিক অর্ডার বাতিল হওয়াতে বিপাকে পালপাড়ার মৃৎশিল্পীরা। প্রতিমার অর্ডার বাতিলের হিরিক পড়ায় চরম আর্থিক লোকসানের মুখে আলিপুরদুয়ারের মৃৎশিল্পীরা।
দেশজুড়ে চলছে লকডাউন,বলা ভালো যে,লকডাউনের দ্বিতীয় পর্যায় চলছে। প্রথম পর্যায় শেষ হয়েছে গত ১৪ ই এপ্রিল, দ্বিতীয় পর্যায়ের লক ডাউন চলবে আগামী মে মাসের ৩ তারিখ অবধি। যার জেরে চরম অথিক সংকটে মৃৎশিল্পীরা। সরকারি সহায়তা চাইছে মাটির প্রতিমা গড়ার কারিগর মৃৎশিল্পীরা।
আরও পড়ুনঃ প্রচেষ্টা’-র ফর্ম জমা ঘিরে উত্তেজনা বালুরঘাট বিডিও অফিসে
মৃৎশিল্পী গোপাল চন্দ্র পাল জানান, “ বাসন্তী পুজোর প্রতিমা নিয়ে বিপদে পড়েছি। যাদের অর্ডার নিয়েছিলাম, তারা এসে জানিয়ে গেছে করোনার জন্য পুজো হবেনা। প্রতিমা নেবেনা। এখন কি হবে এই প্রতিমার?” উত্তর খুঁজছেন গোপাল বাবু! করোনার লকডাউনের কোপে এবারে পয়লা বৈশাখে প্রতিমা শিল্পীদের ক্ষতি আরও বেড়েছে। আকারে ছোট হলেও পয়লা বৈশাখ উপলক্ষ্যে প্রচুর গণেশ প্রতিমা বিক্রি হয়। এবারে তা হয়নি।
শুধু বাসন্তী প্রতিমা নিয়ে নয় অন্যান্য পুজোর প্রতিমার অর্ডার আসা বন্ধ হয়েছে। আমাদের পেট চলে এই প্রতিমা গড়ে, অন্য কোন কাজ জানিনা। এখন সংসার চলবে কি ভাবে তা ভেবে কুল পাচ্ছিনা। এই বিপদে সরকার তাদের পাশে দাড়ালে ভাল হয় বলে জানান গোপাল চন্দ্র পাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584